Rahul Gandhi:'মহিলাদের খাটো করে রাজনীতিবিদরা কতটা লাভের গুড় কুড়োতে পারেন?', রাহুলকে তোপ সোনা মহাপাত্রের
Sona Mohapatra On Rahul Gandhi:'মহিলাদের খাটো দেখিয়ে রাজনীতিবিদরা ঠিক কতটা লাভের গুড় কুড়োতে পারেন?', এবার রাহুল গাঁধীকে একহাত নিলেন গায়িকা সোনা মহাপাত্র।
নয়াদিল্লি: 'মহিলাদের খাটো দেখিয়ে রাজনীতিবিদরা ঠিক কতটা লাভের গুড় কুড়োতে পারেন?', এবার রাহুল গাঁধীকে (Rahul Gandhi) একহাত নিলেন গায়িকা সোনা মহাপাত্র (Sona Mohapatra)। হালে, 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-র মাঝে, বলি-তারকা ও প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্যা রাই (Rahul Gandhi Comment On Aishwarya Rai) সম্পর্কে ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ যে মন্তব্য করেছেন, তা নিয়ে তুলকালাম শুরু হয়। সেই বিতর্কের রেশ টেনেই এবার সোনার একগুচ্ছ ট্যুইট। লিখলেন, 'প্রিয় রাহুল গাঁধী, নিশ্চয়ই অতীতে কেউ আপনার মা (সনিয়া গাঁধী), আপনার বোনকেও (প্রিয়াঙ্কা গাঁধী) খাটো করে কথা বলেছে, আপনার তো এগুলি আরও ভাল বোঝা উচিত? আর হ্যাঁ, ঐশ্বর্যা রাই, সত্যিই খুব সুন্দর নাচতে পারেন।' হঠাৎ নাচের কথা কেন লিখলেন সোনা? এর জন্য রাহুলের বিতর্কিত মন্তব্যের অনুষঙ্গ ঘুরে দেখছেন অনেকেই।
যা ঘিরে বিতর্ক...
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' চলাকালীন, একটি বক্তৃতায়, বিজেপি যে ভাবে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান করেছে তার সমালোচনা করছিলেন রাহুল। বলেন, 'আপনার রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানটি দেখেছেন? অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের একটি মুখও কি সেখানে দেখা গিয়েছিল? শুধু অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা রাই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন।' এখানেই থামেননি ওয়েনাড়ের সাংসদ। অভিযোগ, তিনি আরও বলেন, 'টেলিভিশন চ্যানেলগুলি শুধু ঐশ্বর্যা রাইয়ের নাচ দেখাতেই ব্যস্ত ছিল। গরিব মানুষদের সম্পর্কে কিছু দেখায় না তাঁরা।' এই মন্তব্য ঘিরেই তুমুল বিতর্ক শুরু হয়। একাংশের অভিযোগ, রাজনৈতিক সমালোচনা করার মাঝে রাহুল এক জন মহিলা সম্পর্কে যে ভাবে মন্তব্য করেছেন. তা আপত্তিকর। শুধু সোনা মহাপাত্র নন, রাহুলের বিরুদ্ধে এই নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি বিজেপিও।
আক্রমণাত্মক বিজেপি...
কর্নাটক রাজ্য বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, 'সম্পূর্ণ নিজের পরিশ্রমে যে নারীরা সাফল্য় পেয়েছেন, তাঁদের নিয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক অবসেশন তৈরি হয়েছে কংগ্রেসের ক্লাউন প্রিন্সের। ভারতের মানুষের দ্বারা বার বার প্রত্যাখ্যাত হওয়ার পর এবার সংকীর্ণ মানসিকতার নতুন মাত্রায় পৌঁছেছেন তিনি। দেশের গর্ব, ঐশ্বর্যা রাই-কেও ছোট করতে ছাড়ছেন না।' রাহুলকে একহাত নেওয়ার পাশাপাশি কর্নাটকের বর্তমান কংগ্রেসি মুখ্যমন্ত্রী, সিদ্দারামাইয়ার বিরুদ্ধেও সরব হয়েছেন সে রাজ্যের বিজেপি নেতারা। তাদের প্রশ্ন, 'আপনার বস এক সতীর্থ কন্নড়কে অপমান করছেন। এত দিন ধরে যে কন্নড় ভাবাবেগের কথা আপনি বলে এসেছেন, এবার কি তা হলে সেই ভাবাবেগের অপমানে গর্জে উঠবেন নাকি মুখ্যমন্ত্রিত্বের কুর্সি বাঁচাতে চুপ থাকবেন?' সব মিলিয়ে অস্বস্তির পরিস্থিতি কংগ্রেসের জন্য। কী করে তারা? সেটাই দেখার।
আরও পড়ুন:EPFO থেকে কোটি কোটি চাকুরিজীবীর তথ্য বেহাত, চিনা সংস্থাকে দিয়ে ঠিক করানো হয়: রিপোর্ট