Rahul Gandhi: 'বিজেপির বিরোধী নির্মূল সেল', হেমন্তের গ্রেফতারিতে এজেন্সিকে নিশানা রাহুলের
Hemant Soren's Arrest: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেফতার হতেই সোশাল মিডিয়ায় পোস্ট রাহুল গাঁধীর

নয়াদিল্লি : জমি দুর্নীতির মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন (Hemant Soren)। তাঁর গ্রেফতারির পর কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই ইস্যুতে মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, 'ইডি, সিবিআই, আয়কর দফতর এখন আর সরকারি সংস্থা নয়। তারা এখন বিজেপির বিরোধী নির্মূল সেল হয়ে গেছে। দুর্নীতিতে নিমজ্জিত বিজেপি ক্ষমতার দম্ভে গণতন্ত্র ধ্বংসের অভিযান চালাচ্ছে।' ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেফতার হতেই সোশাল মিডিয়ায় পোস্ট রাহুলের।
ED, CBI, IT आदि अब सरकारी एजेंसियां नहीं रहीं, अब यह भाजपा की ‘विपक्ष मिटाओ सेल’ बन चुकी हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) January 31, 2024
खुद भ्रष्टाचार में डूबी भाजपा सत्ता की सनक में लोकतंत्र को तबाह करने का अभियान चला रही है।
লোকসভা ভোটের মুখে ঝাড়খণ্ডে নাটকীয় পরিস্থিতি। মুখ্য়মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাত্রই হেমন্ত সোরেনকে গতকাল গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি ED। তাৎপর্যপূর্ণ বিষয় হল এ বছরই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। তার ঠিক মুখে সদ্য় মুখ্য়মন্ত্রীর পদ ছাড়া হেমন্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি।
২০১৯ সালে বিজেপিকে হারিয়ে ঝাড়খণ্ডের ক্ষমতা দখল করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট। ৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় ম্য়াজিক ফিগার ৪১। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ২৯, কংগ্রেসের ১৬, এনসিপি-র ১, সিপিআইএমএল লিবারেশনের ১ এবং লালুপ্রসাদ যাদবের দল আরজেডির ১জন বিধায়ক মিলে সরকার তৈরি করে। উল্টোদিকে ক্ষমতা হারিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট পায় ৩১টি আসন বর্তমানে ১জন বিধায়কের পদ খালি রয়েছে।
এই পরিস্থিতিতে ইডির জিজ্ঞাসাবাদের মধ্য়েই গ্রেফতারি অনিবার্য বুঝে...রাজভবনে গিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন হেমন্ত সোরেন। ইডির হেফাজতেই তাঁকে রাজভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মুখ্য়মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাত্রই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি।
রাঁচিতে প্রতিরক্ষা মন্ত্রকের প্রায় ৭ একর জমি বেআইনি ভাবে বিক্রির অভিযোগের মামলায় নাম জড়িয়েছে হেমন্ত সোরেনের। সেই মামলায় ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বার গ্রেফতার করা হল হেমন্ত সোরেনকেও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
