অবিলম্বে কংগ্রেসের সর্বস্তরে সাংগঠনিক পদে নির্বাচন হওয়া উচিত, দাবি তারুরের
তারুর জানান, তিনি মনে করেন না, সনিয়া গাঁধী দীর্ঘদিন এই দায়িত্ব চিরকাল পালন করতে চাইবেন।

নয়াদিল্লি: দলের সর্বস্তরে সাংগঠনিক-পদের জন্য দ্রুত নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তাঁর বিশ্বাস, অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর নেতৃত্বে দল শীঘ্রই সেই লক্ষ্যে এগিয়ে যাবে। তিনি যোগ করেন, অন্তর্বর্তী সভানেত্রীর পদে সনিয়ার চেয়ে ভাল বিকল্প ছিল না। তারুর বলেন, উনি (সনিয়া) এমন একজন নেত্রী -- যাঁর মধ্যে এই দায়িত্বের পূর্ব-অভিজ্ঞতা থাকা বা প্রতিকূল পরিস্থিতি সামলানোর ক্ষমতা রাখাই নয়, দলের বিভিন্ন শাখা-প্রশাখা ও হরেক ধরনের কণ্ঠস্বরকে একসূত্রে বেঁধে রাখতে তাঁর যোগ্যতা প্রশ্নাতীত। বিশেষ করে এই পরিস্থিতিতে যা ভীষণই গুরুত্বপূর্ণ। তারুর যোগ করেন, তিনি এ-ও মনে করেন যে কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের পদের জন্য দলীয় কর্মীদের মুক্ত নির্বাচনে অংশ নেওয়াটা প্রয়োজন। কংগ্রেস নেতা বলেন, দলের অভ্যন্তরীণ নির্বাচন হলে তা আগামী প্রজন্মের নেতৃত্ব তৈরি করতে সাহায্য করবে এবং তাঁরা ভালভাবে কাজ করার সুযোগ পাবেন। একইসঙ্গে, দলে নতুন রক্তের আমদানি হবে। যা কর্মীদের মধ্যে দলের প্রতি ভালবাসা ফিরিয়ে আনবে। তিরুঅনন্তপুরমের সাংসদ মনে করেন, শীঘ্রই দলের সাংগঠনিক নির্বাচন হবে এবং সনিয়া গাঁধীর নেতৃত্বে দল সেই লক্ষ্যে এগিয়ে যাবে। তারুর জানান, তিনি মনে করেন না, সনিয়া গাঁধী দীর্ঘদিন এই দায়িত্ব চিরকাল পালন করতে চাইবেন। দুবছর আগে যেভাবে তিনি শীর্ষ নেতৃত্বের বদল ঘটিয়েছিলেন, এবারও, ঠিক একইভাব, তেমন প্রক্রিয়া চালু করবেন। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল গাঁধী। এরপর গতমাসে দলের কার্যকরী কমিটির বৈঠকে সনিয়াকে অন্তর্বর্তী প্রধান ঘোষিত করে দল।






















