এগিয়ে এলেন না কোনও স্বাস্থ্যকর্মী, করোনায় মৃত ব্যক্তির দেহ অ্যাম্বুল্যান্সে তুললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট
মহকুমা শাসক জানিয়েছেন, সত্কারে দেরি হওয়া আটকাতেই মৃতদেহ দ্রুত অ্যাম্বুল্যান্সে তোলার জন্য এগিয়ে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট
![এগিয়ে এলেন না কোনও স্বাস্থ্যকর্মী, করোনায় মৃত ব্যক্তির দেহ অ্যাম্বুল্যান্সে তুললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট Coochbehar: No Health worker came forward, Deputy Magistrate puts body in ambulance এগিয়ে এলেন না কোনও স্বাস্থ্যকর্মী, করোনায় মৃত ব্যক্তির দেহ অ্যাম্বুল্যান্সে তুললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/13171734/web-chb-magistrate-hold-corona-body-131020.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কোচবিহার: করোনা আক্রান্ত মৃতদেহ মর্গ থেকে বের করা নিয়ে টানাপোড়েন। স্বাস্থ্য কর্মীরা এগিয়ে না আসায়, দেহ অ্যাম্বুল্যান্সে তুললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। দিনসাতেক আগে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন কোচবিহারের রেলগুমটি এলাকার বাসিন্দা এক যুবক। তাঁকে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কোচবিহারে ফেরার পথে, মৃত্যু হয় ওই যুবকের। মৃতদেহের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। দেহ রাখা হয় কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। সেখান থেকে দেহ বের করার সময় দেখা মেলেনি কোনও স্বাস্থ্য কর্মীর। শেষপর্যন্ত দুই সিভিল ডিফেন্স কর্মীর সাহায্যে মৃতদেহ অ্যাম্বুল্যান্সে তোলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। মহকুমা শাসক জানিয়েছেন, সত্কারে দেরি হওয়া আটকাতেই মৃতদেহ দ্রুত অ্যাম্বুল্যান্সে তোলার জন্য এগিয়ে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)