Train Cancelled: দুর্ঘটনার জেরে আজও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন
এ ছাড়া, বেশ কিছু ট্রেনকে টাটানগর দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে।
ওড়িশা: বালেশ্বরে (Balasore) ৩টি ট্রেনের ভয়ঙ্কর দুর্ঘটনার জের। আজও বাতিল দক্ষিণ-পূর্ব রেলের (South East Railway) একাধিক দূরপাল্লার ট্রেন। আপ ও ডাউন দুটি লাইনেই ট্রেন বাতিল করা হয়েছে।
- বাতিল ট্রেনের তালিকায় রয়েছে,
- হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস
- হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস
- শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস
- হাওড়া-পুরী জনশতাব্দী এক্সপ্রেস
- হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস
- হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস
- শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
- সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস
- শালিমার-পুরী জগন্নাথ এক্সপ্রেস
- হাওড়া-ভদ্রক এক্সপ্রেস
- দিঘা-পুরী এক্সপ্রেস
এ ছাড়া, বেশ কিছু ট্রেনকে টাটানগর (Tatanagar) দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে। উল্লেখ্য, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সুবিধার্থে দুটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। হাওড়া থেকে ছাড়বে দুটি মেমু স্পেশাল। হাওড়া ও বালেশ্বরের মাঝে প্রতিটি স্টেশনে এই দুটি ট্রেনের দাঁড়ানোর কথা। বালেশ্বর-বিপর্যয়ের জেরে আজও বাতিল একের পর এক ট্রেন। চূড়ান্ত হয়রান যাত্রীরা। ধ্বংস্তূপ সরিয়ে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে রেল। মৃত ও আহতদের পরিবারের সুবিধার কথা ভেবে দুটি স্পেশাল ট্রেন রওননা হল বালেশ্বার। ২ দিন পর এই ট্রেন দিয়ে কী লাভ? উঠছে প্রশ্ন।
সরানো হচ্ছে ধ্বংসস্তূপ!বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার পর, দক্ষিণ ভারতে যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল বুধবারের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল। জানিয়েছেন রেলমন্ত্রী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। এদিকে, দুর্ঘটনার জেরে রবিবারও বাতিল করা হয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের আপ ও ডাউন লাইনের একাধিক দূরপাল্লার ট্রেন। এক বিজ্ঞপ্তিতে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাতিল ট্রেনের তালিকায় রয়েছে বহু ট্রেন। এ ছাড়া, বেশ কিছু ট্রেনকে টাটানগর দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে। যার জেরে চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
এদিকে, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সদস্যদের সুবিধার্থে এদিন দু'টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় দক্ষিণ-পূর্ব রেল। হাওড়া থেকে একটি ট্রেন ছাড়ে সকালে, অন্যটি দুপুরে। কিন্তু যেখানে দুর্ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায়, সেখানে স্পেশাল ট্রেন ২দিন পরে কেন? রেলের মধ্যে সমন্বয়ের অভাব? প্রিয়জনের দুর্ঘটনার খবর পেয়ে কি ঘটনাস্থলে যাওয়ার জন্য ২ দিন বসে থাকবেন পরিবারের সদস্যরা?এদিনের ফাঁকা স্পেশাল ট্রেন দেখে প্রশ্ন তুলছেন অন্যান্য যাত্রীরা।
রেল সূত্রে খবর, হাওড়া ও বালেশ্বরের মাঝে প্রতিটি স্টেশনে দাঁড়ায় এই দুটি ট্রেন। অন্যদিকে, বালেশ্বর থেকেও আসে একটি স্পেশাল ট্রেন। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের অধিকাংশই এ রাজ্যের বাসিন্দা। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিপদে পড়েছেন তাঁরা। বাংলার যাত্রীদের সুবিধার্থে, ট্রেন পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরী, ভূবনেশ্বর ও কটক থেকে কলকাতা ফেরার জন্য বিনা পয়সায় বাস পরিষেবা চালু করছে ওড়িশা সরকার। প্রতিদিন ওই তিন শহর থেকে মোট ৫০টি বাস ছাড়বে। খরচ বহন করা হবে ওড়িশার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে।
সুনীতদা