এক্সপ্লোর
Advertisement
ফের করোনার হানা কলকাতা পুলিশে, মৃত্যু এক আধিকারিকের
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, বেড়েছে দৈনিক সংক্রমণ। কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক মৃত্যুতে দেশে আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা।
কলকাতা: ফের করোনায় আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের এক আধিকারিকের মৃত্যু হল। ওই আধিকারিকের নাম সত্যব্রত পাল। তিনি গত ২৬ ডিসেম্বর করোনার উপসর্গ নিয়ে ডিসান হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়। সত্যব্রত পাল ছিলেন স্পেশাল ব্রাঞ্চের ওসি। বর্তমানে তিনি পুলিশ ট্রেনিংয়ে ডেপুটেশনে ছিলেন।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, বেড়েছে দৈনিক সংক্রমণ। কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক মৃত্যুতে দেশে আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৯ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৬৬ জনের। তৃতীয় স্থানে রয়েছে কেরল। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে করোনায়।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৯০১ জনের। মোট আক্রান্ত ১ কোটি ২ লক্ষ ৭ হাজার ৮৭১ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৯ জনের। গতকালও দৈনিক মৃত্যুর সংখ্যা একই ছিল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৭৩২ জন।
তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯৭ লক্ষ ৮২ হাজার ৬৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১ হাজার ১৩১ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২১ হাজার ৪৩০ জন। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৮৩ শতাংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement