করোনাভাইরাস: বাড়তি সতর্কতা চিড়িয়াখানায়, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ মিউজিয়াম, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি
ছুটির দিনগুলিতে সাধারণত, ভিড় থাকে এই জায়গাগুলিতে
কলকাতা: করোনাভাইরাস-আতঙ্কে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ জাদুঘর, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়াম। বাড়তি সতর্কতা চিড়িয়াখানায়। কলকাতায় জারি করোনাভাইরাস সতর্কতা। মারণ ভাইরাসের আশঙ্কা প্রভাব ফেলেছে কলকাতার বিখ্যাত কয়েকটি দ্রষ্টব্য স্থানে। এই প্রেক্ষাপটে ভারতীয় যাদুঘর, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়াম এবং সায়েন্স সিটি আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ছুটির দিনগুলিতে সাধারণত, ভিড় থাকে এই জায়গাগুলিতে। স্থানীয় মানুষ থেকে দেশী-বিদেশি পর্যটক, সকলেই ভিড় করেন এই জায়গাগুলিতে। এখন করোনা-আতঙ্কে শহরের দ্রষ্টব্য স্থানগুলি বন্ধ থাকায় শহরের পর্যটন মার খাবে বলেই মনে করা হচ্ছে। বন্ধ না হলেও, বর্তমান পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। সেন্ট্রাল জু অথরিটির করোনা-সতর্কবার্তার পর ব্যবস্থা নিয়েছে আলিপুর চিড়িয়াখানায়। তা মেনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন, চিড়িয়াখানার প্রত্যেক কর্মীকে মাস্ক এবং গ্লাভস দেওয়া হয়েছে, সংক্রমণ রুখতে চিড়িয়াখানায় আসা গাড়িগুলিকে স্যানিটাইজ করা হচ্ছে।