Coronavirus Cases Today: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ২ হাজার পার, বাড়ল মৃত্যু সংখ্যাও
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের।
নয়াদিল্লি: দেশে করোনা-গ্রাফের (Corona Update) ওঠানামা চলছেই। সামান্য কমল দৈনিক সংক্রমণ (Daily Case)। যদিও গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ফের ২ হাজার পার। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও (Daily Death Toll)।
দেশের করোনা আপডেট: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৬৪। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ হাজার ৪৪। অ্যাক্টিভ কেসের হার ০.০৩ শতাংশ। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৮.৭৫ শতাংশ। দেশে একদিনে মৃত্যু হার ১.২২ শতাংশ।
COVID19 | 2,259 new cases recorded in India in the last 24 hours; Active caseload at 15,044 pic.twitter.com/VHqGXmwVRG
— ANI (@ANI) May 20, 2022
রাজ্যের করোনা আপডেট:অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ৩৬। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪০ জন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। স্বস্তি বাড়িয়ে এদিনও রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্য। রাজ্যে একদিনে পজিটিভিটি রেট ০.৩৯ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২৮ হাজার ৯৮৪ জন। মোট মৃত্যুর সংখ্যা ২১ হাজার ২০৩। করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১৯ লক্ষ ৯৭ হাজার ৪০৪ জন।
বর্তমানে রাজ্যের কোভিড-বিধি অনেকটাই শিথিল করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কড়াকড়ি কমে যাওয়ায়, ঢিলেমি দিচ্ছেন বহু মানুষ। সংক্রামক রোগ বিশেষজ্ঞ সায়ন চক্রবর্তী বলেন, “মনে হচ্ছে কোভিডবিধি মানেনি তাই হয়েছে, মাস্ক পরলে কোভিড এড়ানো যাবে।’’ চিকিৎসকরা বারবার সতর্ক করছেন, অতীতের অভিজ্ঞতা থেকে সকলকে শিক্ষা নিতে হবে। নাহলে ফের বড়সড় বিপদ আছড়ে পড়বে।