এক্সপ্লোর
Advertisement
প্রথম স্বীকৃত কেস, করোনা থেকে সেরে ওঠার পর ফের সংক্রমিত হংকংয়ের এই ব্যক্তি
এতে বোঝা যাচ্ছে, করোনা থেকে সেরে উঠেই হোক বা টিকার মাধ্যমে, হার্ড ইমিউনিটি থাকার পরেও এই রোগ ফের হানা দিতে পারে।
হংকং: ভারতে ৩১ লাখের বেশি মানুষ করোনা সংক্রমিত, ৫৮,০০০-এর বেশি প্রাণ হারিয়েছেন। তবে আশার কথা হল, সুস্থ হয়ে ওঠার হার দিনে দিনে বাড়ছে। কিন্তু দেখা যাচ্ছে, একবার সেরে ওঠার পরেও ফের দেখা দিচ্ছে করোনা। এমনকী সুস্থ হয়ে ওঠার মাত্র সাড়ে চারমাসের মধ্যে এক ব্যক্তি ফের করোনা আক্রান্ত হয়েছেন। তাই বিশেষজ্ঞদের আশঙ্কা, হার্ড ইমিউনিটি থাকা সত্ত্বেও করোনা সংক্রমণ ফের দেখা দিতে পারে।
হংকং বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৩৩ বছর বয়সী এক স্থানীয় বাসিন্দার শরীরে ফের করোনা দেখা দিয়েছে। ওই তথ্য প্রযুক্তি কর্মী আগেই করোনা আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে ওঠার পর এপ্রিল মাসে তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। এ মাসে স্পেন থেকে ফেরার পর বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সময় ধরা পড়েছে, ফের তাঁর করোনা হয়েছে।
দুধরনের করোনা জীবাণু তাঁর শরীরে সংক্রমণ ঘটিয়েছে কিন্তু দ্বিতীয় সংক্রমণে কোনও লক্ষণ প্রকাশ পায়নি। হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এর ফলে বোঝা যাচ্ছে, প্রথম সংক্রমণের পর ফের যদি কারও শরীরে করোনা ধরা পড়ে তবে তা খুব বেশি বিপজ্জনক নাও হতে পারে। ক্লিনিক্যাল ইনফেকসাস ডিজিজেজ বলে আন্তর্জাতিক মেডিক্যাল জার্নালে বেরিয়েছে তাঁদের এই গবেষণাপত্র। এতে বোঝা যাচ্ছে, করোনা থেকে সেরে উঠেই হোক বা টিকার মাধ্যমে, হার্ড ইমিউনিটি থাকার পরেও এই রোগ ফের হানা দিতে পারে।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এপিডেমিওলজিস্ট মারিয়া ফন কারখোভে বলেছেন, এর ফলে এখনই কোনও সমাধানসূত্রে পৌঁছে যাওয়ার দরকার নেই। সুস্থ হয়ে ওঠা রোগীদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তা করোনা রুখে দিতে কতদিন সক্ষম তা নিয়ে দীর্ঘ গবেষণা প্রয়োজন। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা থেকে সেরে ওঠার ২-৩ মাসের মধ্যেই ওই অ্যান্টিবডি দুর্বল হতে শুরু করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement