এক্সপ্লোর
Advertisement
ভারতের প্রথম করোনা-বলি বৃদ্ধের চিকিত্সা করা ডাক্তারও আক্রান্ত একই ভাইরাসে!
ওই ডাক্তার সহ দুজনের নতুন করে কোভিড-১৯ এ সংক্রমণের খবর মিলল কর্নাটকে। দুজনকে ধরে দক্ষিণের এই রাজ্যে এপর্যন্ত ১০ জন করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ হয়েছেন।
নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাস সংক্রমণের প্রথম বলি ৭৬ বছরের বৃদ্ধের চিকিত্সা করা ডাক্তারও মারণ ভাইরাস সংক্রমণের পরীক্ষায় পজিটিভ ধরা পড়লেন। কোভিড-১৯ –এ ১২ মার্চ মারা যান কর্নাটকের কালবুর্গির বাসিন্দা সৌদি আরব ফেরত ওই ব্যক্তি। দেশে ফিরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁকে দেখছিলেন ৬৩ বছর বয়সি ওই ডাক্তার। এবার তিনিও একই ভাইরাসের কবলে পড়লেন। কালবুর্গির ডেপুটি কমিশনার শরত্ বি-কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ওই চিকিত্সক, তাঁর পরিবারকে। আজ তাঁকে আইসোলেশন ওয়ার্ডে সরানো হবে।
We have got 2 more #COVID2019 cases in Karnataka taking the total number of confirmed cases to 10.
20 yr old female who travelled from UK is tested positive & another contact of P6 (kalburgi deceased patient) is tested positive. Both are admitted in designated isolation hospital
— B Sriramulu (@sriramulubjp) March 17, 2020
ওই ডাক্তার সহ দুজনের নতুন করে কোভিড-১৯ এ সংক্রমণের খবর মিলল কর্নাটকে। দুজনকে ধরে দক্ষিণের এই রাজ্যে এপর্যন্ত ১০ জন করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বি শ্রীরামুলু ট্যুইট করেছেন, আরও দুটো কোভিড-২০১৯ সংক্রমণের নিশ্চিত খবর এসেছে। মোট সংক্রামিত লোকের সংখ্যা দাঁড়িয়েছে ১০। ব্রিটেনে যাওয়া এক বছর ২০-র মহিলা পরীক্ষায় পজিটিভ হয়েছেন। আরেকজনও পজিটিভ হয়েছেন যিনি কালবুর্গির মৃত রোগীর সংস্পর্শে এসেছিলেন। উভয়কেই নির্দিষ্ট আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্নাটক সরকার ইতিমধ্যেই সব মল, সিনেমা হল, পার্ক, খেলার স্টেডিয়াম বন্ধ রাখতে বলেছে, যেখানে প্রচুর সংখ্যায় জনসমাগম হয়। মারণ ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বড় ধরনের বৈঠক, মন্দিরে অনুষ্ঠিত মেলার আয়োজনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সব মিলিয়ে ভারতে করোনাভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ১২৫। মহারাষ্ট্রে নতুন করে সাতটি, কেরল ও তেলঙ্গানা থেকেও একটি করে সংক্রমণের খবর এসেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
ক্রিকেট
Advertisement