![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
MP on Covid19: কোভিডের কারণে অনাথ হওয়া শিশুরা টাকা পাবে আজ থেকেই: শিবরাজ সিংহ চৌহান
এ দিন মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু শিশু তাঁর বাবা-মাকে হারিয়েছে। তাঁরা আমাদেরও সন্তান। এই রাজ্যের সন্তান।
![MP on Covid19: কোভিডের কারণে অনাথ হওয়া শিশুরা টাকা পাবে আজ থেকেই: শিবরাজ সিংহ চৌহান Coronavirus Update: monthly pension transfered into bank account of orphaned children for covid19 in Madhya Pradesh MP on Covid19: কোভিডের কারণে অনাথ হওয়া শিশুরা টাকা পাবে আজ থেকেই: শিবরাজ সিংহ চৌহান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/30/be76b78cb145c468b839f9766c3dae5a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কোভিডের কারণে বিপর্যস্ত পরিবারের জন্য আগেই ৫০০০ টাকার পেনশন ঘোষণা করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। রবিবার জানালেন আজ থেকেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু হবে। এদিন বিজেপির একটি অনুষ্ঠানে আসেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। সেখানেই তিনি একথা বলেন। পাশাপাশি রবিবার সাধারণ মানুষকে রেশন এবং মাস্কও বিলি করেন তিনি।
এ দিন মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু শিশু তাঁর বাবা-মাকে হারিয়েছে। তাঁরা আমাদেরও সন্তান। এই রাজ্যের সন্তান। এই সব শিশুদের প্রতি মাসে ৫০০০টাকা করে পেনশন দেওয়া হবে। আজ বিকেল ৪টে থেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর কাজ শুরু হবে। পাশাপাশি তাঁদের খাদ্য এবং শিক্ষার খরচও বহন করবে রাজ্য সরকার। কাকা থাকতে ভাইপো-ভাইজিদের অসুবিধে হতে পারে না।'
১৩ মে করোনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মাসে ৫,০০০টাকা পেনশন ঘোষণা করেছিল মধ্যপ্রদেশ সরকার। জানানো হয়েছিল, যে সমস্ত পরিবার দরিদ্র এবং কোভিড আক্রান্ত হয়ে বাবা-মা বা অভিভাবক মারা গিয়েছে এমন শিশুদের সাহায্য করবে সরকার।
করোনার ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানিয়েছিলেন, 'করোনা বহু পরিবারকে ভেঙে দিয়েছে। অনেকের ক্ষেত্রেই পরিবারের উপার্জন সদস্যকে কেড়ে নিয়েছে করোনা। এমনকী বয়স্ক মানুষরাও একা পড়ে রয়েছেন, তাঁদের দেখার মতোও কেউ নেই। কোথাও আবার শিশুরা বাবা-মাকে হারিয়ে অনাথ হয়ে গিয়েছে। সব দিক বিচার করে এই পরিবারগুলোকে প্রতিমাসে ৫০০০ টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। যাতে কারও সাহায্য ছাড়াই তাঁরা বাঁচতে পারে।'
শিবরাজ চৌহান আরও জানিয়েছিন, যে সমস্ত শিশুরা এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে তাঁদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে সরকার। যাতে স্কুলের পড়াশোনা বন্ধ না হয়ে যায়। পাশাপাশি এইসব ক্ষতিগ্রস্ত পরিবার বিনৈমূল্যের রেশনের আওতায় না থাকলেও তাঁদের বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।
এখানেই শেষ নয়, অসহায় মহিলাদেরও সাহায্যের কথা জানিয়েছে মধ্য়প্রদেশ সরকার। জানানো হয়েছে, যে সমস্ত মহিলারা করোনায় সঙ্কটে পড়েছেন তাঁদের সুদ ছাড়াই লোন দেবে সরকার। এবং গ্যারেন্টার হিসেবেও সরকারই থাকবে। যাতে এই মহিলারা সেই লোনের টাকায় নতুন করে জীবীকা শুরু করতে পারেন।
উল্লেখ্য, মধ্যপ্রদেশে নিম্নমুখী করোনার সংক্রমণ। আজই আনলক পর্ব শুরুর বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছিলেন, আগামী ১ জুন থেকে লকডাউন বিধি শিথিলের পথে হাঁটতে শুরু করবে মধ্যপ্রদেশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)