এক্সপ্লোর
Advertisement
প্রমাণ কিছু নেই, করোনার এই সব ওষুধ চলছে বিশ্বাসের ভিত্তিতে
আয়ুষ মন্ত্রক থেকে তামিলনাড়ু সরকার- কেন্দ্র ও রাজ্য সরকারের নানা পক্ষের দাবি, এই সব ওষুধ করোনা সারাতে সক্ষম।
নয়াদিল্লি: যোগগুরু বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ করোনা প্রতিরোধে করোনিল কিট নিয়ে আসার ২ দিনের মধ্যেই বাজার ছেয়ে গিয়েছেন এমন চিরাচরিত নানা ওষুধপত্রে। সকলেরই দাবি, করোনা সারিয়ে দেবে তারা। আয়ুষ মন্ত্রক থেকে তামিলনাড়ু সরকার- কেন্দ্র ও রাজ্য সরকারের নানা পক্ষের দাবি, এই সব ওষুধ করোনা সারাতে সক্ষম।
করোনিল
গোটা বিশ্বের কোনও বৈজ্ঞানিক এখনও করোনার ওষুধ বার করতে পারেননি। কিন্তু মঙ্গলবার বাবা রামদেব বাজারে এনেছেন তাঁর ওষুধ কিট করোনিল। তাঁর দাবি, এটিই প্রথম আয়ুর্বেদীয় ওষুধ যা করোনা পুরোপুরি সারিয়ে দেবে। পতঞ্জলির ওষুধ করোনিল ও শ্বাসারি হরিদ্বারের পতঞ্জলির যোগপীঠে ভর্তি ১০০ শতাংশ করোনা রোগীকে সারিয়ে তুলেছে বলেও দাবি করেছেন তিনি। সাংবাদিক বৈঠকে রামদেব বলেছেন, তাঁদের ওষুধ ৭ দিনে করোনা পুরোপুরি নিরাময় করতে পারে।
করোনিল কিটের দাম ৫৪৫ টাকা, এতে ৩০ দিনের ওষুধ রয়েছে। করোনা সংক্রমণ রুখতে আগামও এই ওষুধ খাওয়া যায় বলে রামদেব দাবি করেছেন। ওষুধ তৈরি হয়েছে গুলঞ্চ, তুলসী ও অশ্বগন্ধা থেকে। কিটে তিনটি ওষুধ রয়েছে- করোনিল, শ্বাসারি এবং অণু তেল।
তবে কেন্দ্র ও উত্তরাখণ্ড সরকার উভয়েই সঠিক কোনও অনুমতি ছাড়া এই ওষুধের বিজ্ঞাপন করার জন্য পতঞ্জলিকে নোটিশ দিয়েছে।
সিদ্ধ
মঙ্গলবার তামিলনাড়ু সরকারও একটি ভেষজ ওষুধ নিয়ে এসেছে, বলেছে, লক্ষণহীন বা স্বল্প লক্ষণযুক্ত করোনা রোগীদের এই ওষুধ ১০০ শতাংশ সারিয়ে তুলতে সক্ষম। শত শত বছরের পুরনো দেশীয় সিদ্ধ পদ্ধতিতে হয় এই চিকিৎসা। চেন্নাইয়ের ২৫ জন করোনা রোগী এই প্রক্রিয়ায় সেরে উঠেছেন। তামিলনাড়ু সরকার এখন চেন্নাইয়ের ব্যাসারপাডির আম্বেডকর কলেজে সিদ্ধ চিকিৎসা শুরু করার কথা ভাবছে। রাজ্যের উন্নয়ন মন্ত্রী কে পাণ্ডিয়ারাজন বলেছেন, সিদ্ধ চিকিৎসায় সাফল্যের হার পুরোপুরি ১০০ শতাংশ। করোনা সারাতে সিদ্ধ, যোগ ও আয়ুর্বেদ- এই তিন চিরাচরিত প্রক্রিয়ার সাহায্য নিচ্ছেন তাঁরা। তবে যাঁরা ইচ্ছুক, শুধু তাঁদেরই এই চিকিৎসা করা হচ্ছে।
আর্সেনিকাম অ্যালবাম ৩০
এর মধ্যে আয়ুষ মন্ত্রকও দাবি করেছে, হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ করোনার মহৌষধ। আয়ুষ মন্ত্রী শ্রীপাদ নায়েক খোদ এই দাবি করেছেন। তাঁর আশ্বাসবাণী, কেউ যদি আর্সেনিকাম অ্যালবাম সেবন করেন তবে করোনা তাঁকে ছোঁবে না। কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ কেন এখনও এই ওষুধটিকে স্বীকৃতি দেয়নি, সে ব্যাপারে কিছু বলেননি তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement