Covid 19: 'কোভিড কিন্তু এখনও যায়নি..', সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা, কোথায় দাঁড়িয়ে ভারত ?
Covid 19 Case Update: কোভিড সংক্রমণে কোথায় দাঁড়িয়ে ভারত ? কারা এই ভাইরাস দ্বারা সবথেকে আগে সংক্রমিত হতে পারেন ? মাস্ক পরা উচিত কি, বিস্তারিত জানালেন চিকিৎসক

নয়াদিল্লি: 'কোভিড কিন্তু এখনও যায়নি..', সতর্কবার্তা চিকিৎসকদের। Covid 19 এর ঢেউ ছড়িয়ে পড়েছে সিঙ্গাপুর-সহ দক্ষিণ পূর্ব এশিয়ার চারিদিকে। সূত্র বলছে, সেখানে প্রতি সপ্তাহে ১১ হাজার থেকে ১৪ হাজার ২০০, লাফিয়ে বেড়ে চলেছে Covid Positive Active Case এর সংখ্যা। প্রতিদিন প্রায়, ১০২ থকে ১৩৩ জন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এদিকে ভারতে ইতিমধ্যেই ২৫০ ছাড়িয়ে আক্রান্তের সংখ্যা।
সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতে যারা এই মুহূর্তে কোভিড পজিটিভ রয়েছেন, তাঁদের প্রতি প্রতিনিহিত নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে, যারা কোভিড আক্রান্ত হয়েছেন, তাঁরা অধিকাংশই প্রাথমিক অবস্থায় রয়েছেন। কোনও গুরুতর বিষয় বা অস্বাভাবিকতা দেখা যায়নি। তবে হ্যাঁ, কোথাও কিন্তু একবারও বলা হয়নি কোভিড মুক্ত ভারত। কোভিড কিন্তু এখনও যায়নি, সাধারণ মানুষদের সতর্ক করলেন চিকিৎসকেরা।
আরও পড়ুন, পাক-হ্যান্ডলারদের সাহায্যে বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জ্যোতি? ক্রমশ ঘনীভূত রহস্য
সরকারি সূত্রগুলি জানিয়েছে যে, ভারতের Covid 19 এর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবুও চিকিৎসকেরা এই বিষয়ে পুরোপুরি সতর্ক থাকতে বলছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছে। এখনও অবধি খুব বড় আকারের সংক্রমণ দেখা না দিলেও, যেহারে সিঙ্গাপুর-সহ দক্ষিণ পূর্ব এশিয়ার চারিদিকে কোভিড ছড়িয়ে পড়েছে, তা থেকে এটাই জানান দেয়, Covid 19 এখনও সম্পূর্ণ অদৃশ্য হয়নি। কোভিড নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে ? আমাদের ঠিক কতটা সতর্ক হওয়া উচিত, এবিষয়ে এবিপি লাইভ-কে সাক্ষাৎকার দিয়েছেন চিকিৎসক অর্জুন খান্না।
সাংবাদিক: কোভিড ১৯ কি ফিরে এসেছে ?
চিকিৎসক: কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা নতুন করে বেড়েছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায়, পাশাপাশি ভারতেও, এর প্রাথমিক লক্ষণ দেখা গিয়েছে। বিশেষ করে ভ্যাকসিন না নেওয়া শিশুদের মধ্যে এই সংক্রমণের বাডবাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। ভাইরাসটি এখনও মিউটেশনের পথে রয়েছে। তাই কোভিড কিন্তু এখনও চলে যায়নি। তাই এই মুহূর্তে সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ হবে।
সাংবাদিক: এইমুহূর্তে পরিস্থিতি কতটা গুরুতর ?
চিকিৎসক: বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে,ভারতে যে সকল পজিটিভ কেস পাওয়া গিয়েছে, তা খুবই Mild প্রকৃতির। তাই আতঙ্কের কোনও কারণ নেই। তবে হ্যাঁ, সিঙ্গাপুর, হংকং-সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় আচমকা এই সংক্রমণ লাফিয়ে বাড়ছে। তা সত্যিই উদ্বেগের। আমাদের যাবতীয় পরিস্থিতি নজরে রাখতে হবে। পর্যবেক্ষণ চালাতে হবে।
সাংবাদিক: আমাদের কি পুনরায় নতুন করে মাস্ক পরা উচিত ?
চিকিৎসক: অবশ্যই।
সাংবাদিক: কারা এই ভাইরাস দ্বারা সবথেকে আগে সংক্রমিত হতে পারেন বা পজিটিভ হওয়ার প্রবণতা কাদের বেশি ?
চিকিৎসক: শিশুরা, বিশেষ করে যাদের ভ্যাকসিন দেওয়া হয়নি। পাশাপাশি বয়স্করাও। যদি নিজেকে অসুস্থ অনুভব করেন, তাহলে ভিড়ে কোথাও যাবেন না।






















