Covishield Booster Dose Price : আঠারোর ওপরে সকলকেই বুস্টার ডোজ, কত হচ্ছে দাম ?
Precaution Dose Price : আপাতত আগের টিকাকরণের মতোই কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করার পরে মিলবে টিকা।
নয়াদিল্লি : ১৮ টপকালেই এবার বুস্টার ডোজ (Booster Dose)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ১৮ ঊর্ধ্ব সমস্ত দেশবাসীই এবার বুস্টার তথা প্রি- কশনারি ডোজ (Precaution Dose) পাওয়ার যোগ্য। এতদিন শুধুমাত্র প্রথম শ্রেণির কোভিডযোদ্ধা ও ষাটোর্ধ্বরা বুস্টার তথা প্রি-কশনারি ডোজ পাওয়ার যোগ্য ছিলেন। আগামী ১০ এপ্রিল থেকে ১৮ ঊর্ধ্ব সকলেই বুস্টার ডোজ পাবেন। যদিও এক্ষেত্রে থাকছে একটি শর্ত। দ্বিতীয় ডোজ নেওয়ার ন'মাস পরে কেউ বুস্টার ডোজ নিতে পারবেন।
শুধুমাত্র বেসরকারি মাধ্যমে আপাতত ১৮ ঊর্ধ্বদের বুস্টার
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র বেসরকারি বিভিন্ন জায়গা থেকে মিলবে কোভিডের বুস্টার তথা প্রি-কশনারি ডোজ। সরকারি বিভিন্ন জায়গা থেকে কবে বুস্টার ডোজ মিলবে সেটা এখনও জানানো হয়নি। আপাতত আগের টিকাকরণের মতোই কো-উইন (Co-win app) অ্যাপে নাম নথিভুক্ত করার পরে মিলবে টিকা।
বুস্টার ডোজের দাম (Booster Dose Price)
বেসরকারি ক্ষেত্রে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে কত টাকা দিতে হবে, সে সম্পর্কে এখনও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সরকারিভাবে কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে সেরাম সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে, কোভিশিল্ডের বুস্টার ডোজের দাম হচ্ছে ৬০০ টাকা। কোভ্যাক্সিনের বুস্টার ডোজ বা অন্য সংস্থাগুলির বুস্টার ডোজের দাম কত হবে, তা নিয়ে কোনও পক্ষই এখনও কিছু জানায়নি।
দেশে নিম্নগামী করোনা সংক্রমণ
এই মুহূর্তে ভারতে করোনার গ্রাফ অনেকটাই নিম্নমুখী। প্রায় দু'বছর পরে দেশজুড়ে মহামারী আইন তুলে নেওয়া হয়েছে এপ্রিল মাসের শুরু থেকে। সংক্রমণের নিম্নগামী গ্রাফ স্বস্তি দিলেও মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার ও শারীরিক দূরত্ববিধি বজায় রাখার মতো অবশ্য পালনীয় করোনাবিধি মেনে চলার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা-জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- এটিএমে ডেবিট কার্ড ছাড়াই তোলা যাবে টাকা, জানুন কীভাবে
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )