COVID-19: সপ্তাহান্তে কার্ফু, ১১ শহরে কড়া করোনা বিধি জারি ত্রিপুরা সরকারের
প্রশাসন সূত্রে, আজ শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত জারি কার্ফু।
আগরতলা: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। আর তাই সপ্তাহান্তে কার্ফু জারি করল ত্রিপুরা সরকার। রাজ্য সরকার জানিয়েছে সপ্তাহান্তে কার্ফুর পাশাপাশি আগামী শুক্রবার পর্যন্ত জারি থাকবে করোনা সংক্রান্ত বিধি নিষেধ। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একাধিক এলাকা সহ ১১টি শহরে ২৩ জুলাই পর্যন্ত বিধি নিষেধ জারি করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, আজ শনিবার সকাল ৬টা থেকে জারি হয়েছে কার্ফু। সোমবার সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে। গত কয়েক সপ্তাহে দেখা গিয়েছে, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতে বাড়তে শুরু করেছে সংক্রমণ। আর তাই সতর্কতা অবলম্বনে কার্ফু জারি করেছে প্রশাসন। রানীবাজার, জিরনিয়া নগর, খোয়াই, ধরমানগর, বেলোনিয়া, অমরপুর নগর, কমলপুর নগর, পানিসাগর নগরের মতো ১১ শহরে দুপুর ২টো থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি থাকবে। রাজ্যের মুখ্যসচিব কুমার অলোক বলেন, "রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে করোনা বিধি জারি করা হয়েছে। সপ্তাহান্তে কার্ফু জারি এবং করোনা বিধি পালনই সংক্রমণ রোখার একমাত্র পথ।" রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্ধে ৬টা থেকে ভোর ৫টা জারি থাকবে নাইট কার্ফু। উল্লেখ্য, ১৬ মে প্রথম শহরাঞ্চলে কার্ফু জারি করে প্রশাসন।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। চোখ রাঙাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞরা বলছেন, করোনার থার্ড ওয়েভ অনিবার্য। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে মারণ ভাইরাস। তাই, সংক্রমণ শৃঙ্খল রুখতে বিধি জারি প্রশাসনের। রাজ্যের শেষ পাওয়া করোনা রিপোর্ট অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার, ৩৬৫। মৃত্যু হয়েছে ৭১৯ জনের। মোট সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৩৯২ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ১৮৮। রাজ্যে পজিটিভিটি রেট ৫.১৫ শতাংশ। সুস্থতার হার ৯৩.২১ শতাংশ। প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যেই ২৮ লক্ষ ৮ হাজার ৬৬১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যেও ২১ লক্ষ ২৬ হাজার ২০৮ জনকে দেওয়া হয়েছে প্রথম ডোজ়। দ্বিতীয় ডোজ় পেয়েছেন ৬ লক্ষ ৮২ হাজার ৪৫৩ জন।