Covid Cases: দ্বিগুণের বেশি বাড়ল করোনা! দিল্লিতে বৈঠক স্বাস্থ্যমন্ত্রকের, হাসপাতালগুলিকে বিশেষ নির্দেশ
Covid Cases in India: দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে দিল্লিতে বৈঠক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ

নয়া দিল্লি: দেশে একদিনে দ্বিগুণের বেশি বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন। ৭জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র ৩, দিল্লিতে ২ এবং কর্ণাটকে ২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। গতকাল দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৭৬ জন। আজ নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৬৪ জন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪ হাজার ৮৬৬ জন। দিল্লিতে করোনা আক্রান্ত ৫ মাস বয়সি শিশুর মৃত্যু হয়েছে।
দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে দিল্লিতে বৈঠক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অক্সিজেন, আইসোলেশন বেড, ভেন্টিলেটর এবং পর্যাপ্ত পরিমাণ জরুরি ওষুধের বন্দোবস্ত রাখতে বলা হয়েছে। অন্যদিকে কোভিড মোকাবিলায় রাজ্যের কোন হাসপাতালে কী পরিকাঠামো রয়েছে, আজ বিকেলের মধ্যে রিপোর্ট দিয়ে জানানোর নির্দেশ দিল স্বাস্থ্য ভবন।
আজ দেশের সব হাসপাতালগুলিতে করোনা মোকাবিলায় মক ড্রিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। শ্বাসকষ্ট রয়েছে এমন রোগীদের উপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে। ভাইরাসের চরিত্র বুঝতে করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ICMR- এর ল্যাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অসুস্থ থাকলে জনবহুল জায়গায় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। শ্বাসকষ্ট জনিত সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন জানানো হয়েছে। করোনা সংক্রান্ত গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে।
করোনায় আক্রান্ত সাত মাসের এক শিশু, ভর্তি পিয়ারলেস হাসপাতালে। সংক্রমণ বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে বাংলা। মোট আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যে ৫ নম্বরে। পিয়ারলেস হাসপাতাল সূত্রে খবর, সাত মাসের এক শিশু করোনা আক্রান্ত হয়ে সোমবার ভর্তি রয়েছে। আক্রান্ত শিশুর মা-ও। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হয়েছেন ৬৯ বছরের এক বৃদ্ধ। এর মধ্যে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে, খাস কলকাতায় রাজ্য়ের প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। বৃহস্পতিবার থেকে সর্দি-জ্বরের উপসর্গ নিয়ে CMRI হাসপাতালে ভর্তি ছিলেন বছর ৪৩-এর ওই মহিলা। রবিবার সন্ধেয় মৃত্যু হয় মহিলার। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1























