Civil Avaition Guidelines: ফের নয়া স্ট্রেনের হদিশ ভারতে, গাইডলাইন জারি কেন্দ্রের
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৮১। এই আবহে নতুন করে চিন্তার মেঘ বয়ে এনেছে ভাইরাসের দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলীয় স্ট্রেন। তাই স্বাস্থ্যক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্রীয় সরকার।
নয়াদিল্লি: ভাইরাসের দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলীয় প্রজাতির হদিশ পাওয়া গিয়েছে ভারতে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ৪ জন দক্ষিণ আফ্রিকান স্ট্রেনে আক্রান্ত। ১ জন আক্রান্ত হয়েছেন ব্রাজিলের স্ট্রেনে। ৫ জনকে কোয়ারান্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৮১। এই আবহে নতুন করে চিন্তার মেঘ বয়ে এনেছে ভাইরাসের দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলীয় স্ট্রেন। তাই স্বাস্থ্যক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্রীয় সরকার। নতুন গাইডলাইন প্রকাশ করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। যারা সরাসরি ব্রিটন ইউরোপ থেকে আসছে তাঁরা এই গাইডলাইনের আওতায় নেই।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিংহ পুরি জানিয়েছেন-
আন্তর্জাতিক বিমান যাত্রীর কোনও উপসর্গ দেখা দিলে করাতে হবে কোভিড পরীক্ষা। মানতে হবে স্বাস্থ্যবিধি।
এক্ষেত্রে রাজ্যগুলি কোয়ারান্টিন বা আইসোলেশনের ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি করতে পারে।
আন্তর্জাতিক সফরের আগে বাধ্যতামূলক কোভিড টেস্ট।
আরটিপিসিআর পদ্ধতিতে করাতে হবে পরীক্ষা। এই পরীক্ষা ছাড়া আন্তর্জাতিক সফর করা যাবে না।
বিমানে ওঠার ৭২ ঘণ্টা করতে হবে পরীক্ষা। রিপোর্ট নেগেটিভ হলে তবেই ভারতে আসার অনুমতি মিলবে।
বিমানে ওঠার আগে থাকবে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও।
একইসঙ্গে বিদেশ থেকে আসা যাত্রীদের শারীরিক পরীক্ষাতে জোর দেওয়া হচ্ছে।
মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ তথা আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব স্বাস্থ্য মন্ত্রককে জানিয়েছেন ভারতে এখনও পর্যন্ত করোনার ব্রিটিশ প্রজাতিতে আক্রান্ত হয়েছেন ১৮৭ জন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলীয় প্রজাতিতে যে ৪ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্য দক্ষিণ আফ্রিকা, আঙ্গোলা এবং তানজানিয়া ফেরত যাত্রীরা।