এক্সপ্লোর
Advertisement
করোনা রোগীদের চিকিৎসায় এবার ভারতীয় সংস্থা হেটেরো-র ওষুধ কোভিফর, অনুমোদন দিল ডিজিসিআই
রেড্ডি বলেছেন, খুব দ্রুত গোটা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে এই ওষুধ। ১০০ মিলিগ্রাম ভায়ালে এই ওষুধ শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া যাবে। তবে বাড়িতে নয়, হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে তা দিতে হবে।
হায়দরাবাদ: তাৎপর্যপূর্ণ এক পদক্ষেপে ভারতীয় ওষুধ সংস্থা হেটেরো-র তৈরি কোভিফর ওষুধটিকে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহারের অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিজিসিআই। রেমডেসিভির নামে যে ওষুধটি আপাতত করোনা চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে, তারই হেটেরোর-র জেনেরিক ভার্সন এই কোভিফর। হেটেরো গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান বি পার্থসারথি রেড্ডি দাবি করেছেন, দেশে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, কোভিফর তার মোড় ঘোরাতে পারে।
রেড্ডি বলেছেন, খুব দ্রুত গোটা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে এই ওষুধ। ১০০ মিলিগ্রাম ভায়ালে এই ওষুধ শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া যাবে। তবে বাড়িতে নয়, হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে তা দিতে হবে। গাইলিড সায়েন্সেস ইনকর্পোরেটেডের সঙ্গে এ ব্যাপারে লাইসেন্স সংক্রান্ত চুক্তি হয়েছে। তবে হেটেরো গ্রুপের ঘোষণার আগেরই দিনই আর এক ওষুধ সংস্থা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, করোনা চিকিৎসায় ব্যবহার হওয়া আর একটি ওষুধ ফাভিপিরাভির ফাবিফ্লু নামে নিয়ে এসেছে তারা। যাঁদের অল্প করোনা লক্ষণ দেখা দিয়েছে তাঁদের জন্য এই ওষুধ, একটি ট্যাবলেটের দাম পড়বে ১০৩ টাকা। ৩৪টি ট্যাবলেটের স্ট্রিপের দাম পড়বে ৩,৫০০ টাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement