Insurance On Bank Deposits: ব্যাঙ্ক 'ডুবলে' ৫ লক্ষ টাকার ইনস্যুরেন্স, ৯০ দিনের মধ্যে বিমার টাকা পাবেন গ্রাহক
অনেক সময় ব্যাঙ্কের আর্থিক অবস্থা শোচনীয় হলে তার লেনদেন স্থগিত করে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। সেক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয় ব্যাঙ্কের গ্রাহকদের। নিজের গচ্ছিত টাকা তুলতে না পেরে নাজেহাল অবস্থা হয় তাদের।
![Insurance On Bank Deposits: ব্যাঙ্ক 'ডুবলে' ৫ লক্ষ টাকার ইনস্যুরেন্স, ৯০ দিনের মধ্যে বিমার টাকা পাবেন গ্রাহক Customers To Get ₹ 5 Lakh Insurance On Bank Deposits Within 90 Days Of Moratorium, know in details Insurance On Bank Deposits: ব্যাঙ্ক 'ডুবলে' ৫ লক্ষ টাকার ইনস্যুরেন্স, ৯০ দিনের মধ্যে বিমার টাকা পাবেন গ্রাহক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/31/bd8bd46bbe4919bd05485d0152dedca2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : ব্যাঙ্কের গ্রাহকদের জন্য স্বস্তির খবর। প্রতারণার কারণে ব্যাঙ্কের আর্থিক অবস্থা তলানিতে ঠেকলে গ্রাহকদের জমা টাকার ওপর পাঁচ লক্ষ টাকা বিমা দেবে সরকার। তিন মাসের মধ্যে গ্রাহকদের হাতে এই টাকা তুলে দেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়েছে এই সংশোধনী।
প্রতারণার কারণে বা দেউলিয়া অবস্থার সৃষ্টি হলে সমস্যার মুখে পড়তে হবে না ব্যাঙ্কের আমানতকারীদের। গ্রাহকদের স্বস্তি দিতে তৈরি হয়েছে ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC)। এই কর্পোরেশন আইনের ধারায় তিন মাসের মধ্যে ৫ লক্ষ টাকার বিমা পাবেন গ্রাহক।
অনেক সময় ব্যাঙ্কের আর্থিক অবস্থা শোচনীয় হলে তার লেনদেন স্থগিত করে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। সেক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয় ব্যাঙ্কের গ্রাহকদের। নিজের গচ্ছিত টাকা তুলতে না পেরে নাজেহাল অবস্থা হয় তাদের। ব্যাঙ্কের গ্রাহকদের এই আশঙ্কা দূর করতে উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। বুধবার তারই ফলস্বরূপ (DICGC) অ্যাক্টে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, আরবিআই ব্যাঙ্কে 'মোরাটোরিয়াম' জারি করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাকা পাবেন গ্রাহকরা।
এই বিষয়ে স্বস্তির খবর শুনিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, '' নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের ৯৮.৩ শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরোপুরিভাবে সুরক্ষিত হয়ে গেল।'' দেশের আর্থিক পরিকাঠামোর দিকে নজর দিলে দেখা যাবে, মূলত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 'সাবসিডিয়ারি' বা সহায়ক হিসাবে কাজ করে DICGC।
সম্প্রতি গ্রাহকদের চিন্তা বাড়ায় পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্ক (PMC), লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক ও ইয়েস ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠান। আর্থিক প্রতারণার শিকার ছাড়াও কিছু ব্যাঙ্কের অবস্থা তলানিতে ঠেকে। RBI এইসব ব্যাঙ্কের লেনদেন স্থগিত করে দেওয়ায় সমস্যা পড়তে হয় গ্রাহকদের। মূলত, এই পরিস্থিতির কথা চিন্তা করেই 'ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন' অ্যাক্টে সবুত সংকেত দিয়েছে ক্যাবিনেট।
প্রতারণার কারণে ব্যাঙ্কের আর্থিক অবস্থা তলানিতে ঠেকলে গ্রাহকদের জমা টাকার ওপর পাঁচ লক্ষ টাকা বিমা দেবে সরকার, এই খবরে স্বস্তি সব মহলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)