Cyclone Amphan Live Updates: ২-৩ দিনের মধ্যে কলকাতা আরও সচল হবে, বললেন ফিরহাদ
রাজ্য সরকারের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর ১০৭০ রাজ্য সরকারের কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২১৪-৩৫২৬ রাজ্য সরকারের কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২১৪-১৯৯৫ বিদ্যুত্ দফতরের হেল্পলাইন নম্বর ৭৪৪৯৩০০৮৪০, ৯৪৩৩৫৬৪১৮৪
LIVE
Background
Cyclone Amphan Live Updates: কলকাতা: প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় আমপান দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশার পারাদ্বীপ থেকে ৮৭০ কিলোমিটার দূরে রয়েছে আমপান। দিঘা থেকে দূরত্ব ১,০২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের কারণে জারি করা হয়েছে সতর্কতা।
বুধবার দুপুর বা সন্ধের দিকে প্রবল শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের দিঘা ও বাংলাদেশের হাতিয়ার ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আমপানের প্রভাবে কলকাতা সহ বেশ কিছু জায়গায় মঙ্গলবার বৃষ্টি হবে। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
Very Severe Cyclonic Storm ‘AMPHAN’ over central parts of South Bay of Bengal near 12.5°N latitude and 86.4°E longitude, about 870 km nearly south of Paradip (Odisha). To intensify further into an Extremely Severe Cyclonic Storm in next 6 hours: India Meteorological Department pic.twitter.com/3xNuUtc9fN
— ANI (@ANI) May 17, 2020
বুধবার দুপুরে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। কাঁচা বাড়ি বা গাছপালার ক্ষয়ক্ষতি হতে পারে। এ জন্য সতর্ক করা হয়েছে প্রশাসনকে।