Dasnagar Corona Crisis: করোনায় মৃত রোগীর দেহ বদলের অভিযোগ হাওড়ার সরকারি হাসপাতালের বিরুদ্ধে
হৃদরোগের সমস্যা হওয়ায় বৃহস্পতিবার আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমতার বাসিন্দা ৭০ বছরের আশরাপ আলি মিদ্যাকে। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় ওইদিনই রোগীকে বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।
হাওড়া: করোনা রোগীর দেহ বদলের চাঞ্চল্যকর অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। কাঠগড়ায় হাওড়ার দাসনগরের বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতাল। হৃদরোগের সমস্যা হওয়ায় বৃহস্পতিবার আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমতার বাসিন্দা ৭০ বছরের আশরাপ আলি মিদ্যাকে। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় ওইদিনই রোগীকে বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার মৃত্যু হয় ওই করোনা রোগীর। মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালে সনাক্ত করতে গিয়ে জানা যায় দেহ অদলবদল হয়ে গিয়েছে। এনিয়ে বাঁকড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
সারা দেশের মতোই রাজ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়িয়েছে করোনা সংক্রমণের উর্ধ্বগতি। সোমবার রাজ্য সরকারের প্রকাশিত হিসেব অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৪১৯ জন । সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৯৯২৭ ।রবিবার অবধি, মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৫১৫০৮ । এখনও পর্যন্ত করোনায় রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে সাড়ে দশ হাজারের বেশি ।
সোমবারের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে মোট ২৮ জনের । এখনও পর্যন্ত রাজ্যে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৯৬৩৮। এবার সংক্রমণে সব থেকে এগিয়ে কলকাতা, উত্তর ২৪ পরগনা । গত ২৪ ঘণ্টায় কলকাতা জেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ । উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮৬০ জন।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আতঙ্কের কোনও কারণ নেই। করোনা মোকাবিলায় টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। আতঙ্কে নয়, সচেতন থাকতে হবে। রাজ্যজুড়ে ৪০০ অ্যাম্বুলেন্স থাকবে করোনা আক্রান্তদের পরিষেবায়। ২০০ সেফ হোমে ১১ হাজার বেড রয়েছে। ছোট ছোট প্রচার সভা করা উচিত। বিভিন্ন হোটেলেও সেফ হোম তৈরি হবে।