Bomb Blast Delhi: দিল্লিতে বিস্ফোরণে পুলওয়ামা-যোগ! কাশ্মীরের তারিককে i20-গাড়িটি বিক্রি করেন হরিয়ানার সলমন! চাঞ্চল্যকর তথ্য
Delhi Car Blast: এর মধ্যেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য! দিল্লিতে যে গাড়িটি বিস্ফোরিত হয়েছিল তা পুলওয়ামার তারিকের কাছে বিক্রি হয়েছিল।

নয়া দিল্লি: সোমবার ভরসন্ধেয় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। লালকেল্লার মতো হাই প্রোফাইল এলাকায় এই বিস্ফোরণে তোলপাড় গোটা দেশজুড়ে। একাধিক শহরে জারি করা হয়েছে হাই সিকিউরিটি অ্যালার্ট। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১১ জনের মৃত্যু হয়েছে, ৩০ জন আহত হয়েছে। ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক মানুষের শরীর।
আর এর মধ্যেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য! এবিপি লাইভে প্রকাশিত খবর অনুযায়ী, দিল্লিতে যে গাড়িটি বিস্ফোরিত হয়েছিল তা পুলওয়ামার তারিকের কাছে বিক্রি হয়েছিল। হুন্ডাই আই২০ গাড়ির মালিকদের মধ্যে একজন জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা।
এনডিটিভি সূত্রে খবর, হরিয়ানার গুরুগ্রামের পুলিশ মহম্মদ সলমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। যিনি HR26 CE 7674 নম্বর প্লেটযুক্ত i20 গাড়ির আসল মালিক। তবে, সলমন পুলিশকে জানিয়েছেন যে তিনি গাড়িটি তারিক নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন, যিনি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা।
এই মুহূর্তে স্পষ্ট নয় যে তারিক গাড়িটি তৃতীয় পক্ষের কাছে পুনরায় বিক্রি করেছিলেন কি না। তবে পুলিশ এখন গাড়ির আসল মালিককে শনাক্ত করার জন্য RTO-এর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করছে বলে খবর। জানা যাচ্ছে যে গাড়িটি ক্রয়-বিক্রয়ে জাল নথি ব্যবহার করা হয়েছিল।
লাল কেল্লার কাছে বিস্ফোরণের পর দিল্লি-এনসিআর-এ লাল সতর্কতা জারি করেছে সিআইএসএফ। সিআইএসএফ জানিয়েছে, "লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে, দিল্লি মেট্রো, লাল কেল্লা, সরকারি ভবন এবং আইজিআই বিমানবন্দর সহ জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) সিআইএসএফ হাই অ্যালার্ট জারি করেছে। পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে এবং সেনাদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে'।
#WATCH | Delhi: Blast near Red Fort Metro Station | FSL Officer Mohamad Wahid says, "...The samples will be taken to the laboratory, and after that, only we can make any confirmation...Everything will be known after the examination..." pic.twitter.com/th6INkXeKj
— ANI (@ANI) November 10, 2025
এদিকে, দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে লালকেল্লার বিস্ফোরণ কি নাশকতা? সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান তদন্তকারীদের। লালকেল্লার বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদ মডিউলের যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। সূত্রের খবর, তাই ধৃত দুই চিকিৎসককে জেরা করা হচ্ছে।





















