Delhi Blast : বিবাহ-বিচ্ছেদ হঠাৎ করেই, কী চলছিল মনে বুঝতে পারেননি ; কী জানালেন জঙ্গি সন্দেহে ধৃত শাহিন শাহিদের প্রাক্তন স্বামী
Delhi Blast News: কেমন ছিলেন দিল্লি বিস্ফোরণকাণ্ডে জড়িত সন্দেহে ধৃত ডক্টর শাহিন সইদ? কী জানাচ্ছেন তাঁর প্রাক্তন স্বামী ডক্টর জাফর হায়াত?

Delhi Blast : ডক্টর শাহিন শাহিদ, দিল্লি বিস্ফোরণের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে গিয়েছে এই নাম। একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে শাহিনের বিরুদ্ধে। অভিযোগ, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে শাহিনের। জইশ-ই-মহম্মদের মহিলা নিয়োগের কাজ করত শাহিন, এমনই গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করে জেরা করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহিনের প্রাক্তন স্বামী ডক্টর জাফর হায়াতকেও।
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় প্রথম শাহিনের গ্রেফতারির খবর জানতে পেরেছেন বলে জানিয়েছেন ডক্টর জাফর। তিনি আরও জানিয়েছেন, ২০০৩ সালের নভেম্বর মাসে বিয়ে হয় তাঁদের। সেই সময় শাহিন এবং জাফর, দু'জনেই ছিলেন ডাক্তারির পড়ুয়া। শাহিনের সিনিয়র ছিলেন জাফর। আলাদা আলাদাই ডাক্তারির পড়াশোনা চলছিল তাঁদের। এরপর ২০১২ সালে ডিভোর্স হয়ে যায় ডক্টর শাহিন এবং ডক্টর জাফর হায়াতের।
ডক্টর জাফরের কথায়, সেই সময় শাহিনের মনে কী চলছিল, কেন তিনি বিবাহ বিচ্ছেদ করলেন, কিছুই বুঝে উঠতে পারেননি তিনি। তাঁদের মধ্যে কোনও সমস্যা ছিল না, ঝগড়া ছিল না বলেই জানিয়েছেন ডক্টর হায়াত। বরং নাকি যথেষ্ট নরম স্বভাবের ছিল শাহিন। সবাইকে ভালবাসত। পড়াশোনার ব্যাপারে বিশেষ খেয়াল রাখত। কোনও সন্দেহজনক কাজে শাহিন জড়িয়ে পড়েছে এমন কিছু টেরও পাননি বলে জানিয়েছেন তাঁর প্রাক্তন স্বামী ডক্টর জাফর হায়াত।
শাহিনের প্রাক্তন স্বামী আরও জানিয়েছেন যে, বিয়ের দিন ছাড়া আর কখনও শাহিনকে বোরখা পরতে দেখেননি তিনি। তবে তিনি একথাও বলেছেন, ২০১২ সালে বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁদের। তারপর শাহিন কোনও ধরনের জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়েছিল কিনা তা জানা নেই তাঁর। জাফর একথাও জানিয়েছেন যে, একবার শাহিন তাঁকে বলেছিল যে অস্ট্রেলিয়া কিংবা ইউরোপের কোথাও গিয়ে স্থায়ী ভাবে থাকতে চায়। তবে সেই সময় জাফর তাঁকে বলেন এই দেশেই তো ভাল জীবনযাপন রয়েছে তাঁদের। ভাল চাকরি রয়েছে, বাচ্চারা রয়েছে, আত্মীয়-পরিজন সকলেই রয়েছে এখানে, বিদেশে চলে গেলে একা লাগবে তাঁদের। তাই যেতে চাননি ডক্টর জাফর হায়াত।
তথ্যসূত্র - NDTV





















