Delhi Election Results : রাজধানীর বুকে কংগ্রেসের শূন্যের হ্যাট-ট্রিক, কোন ভুলে ফের মার্কশিটে লালকালি?
Delhi Election Results Congress : বিশেষজ্ঞদের বিশ্লেষণ, কংগ্রেস ও আপ দুই দলই বিজেপি বিরোধী। অথচ দুই দল, দুই দলের বিরুদ্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থেকেছে।

বুথফেরত সমীক্ষাকেও ছাপিয়ে গেল বিজেপি। আর বুথফেরত সমীক্ষাকে মোটামুটি অক্ষরে অক্ষরে মিলেয়ে দিল কংগ্রেস । ম্যাজিক ফিগারের থেকে ১০ আসন এগিয়ে বিজেপি দিল্লির ৪৬টি আসনে এগিয়ে রইল। আম আদমি পার্টি এগিয়ে ২৪টি আসনে। ফলাফলের ট্রেন্ড বলছে দিল্লির দিল একেবারে ছিটকে ফেলে দিল কংগ্রেসকে। সকালে একটি আসনে এগিয়ে থাকলেও রাজধানীর ভোটে কংগ্রেস ক্রমেই শূন্যে নেমে গেল।
দিল্লির দিলে রাজ করবে কে। শনিবার ফল বলল,রাজধানীর বুকে ফুটছে পদ্ম। ৭০টি বিধানসভা আসনের বিধানসভার ভোটের ফলের প্রাথমিক প্রবণতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিরাট ব্যবধানে এগিয়ে বাকিদের থেকেই। বড়সড় ধাক্কা খেয়ে কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস।
দিল্লির ভোটের লড়াই মূলত ছিল বিজেপি এবং আপের মধ্যেই। ওঠানামা করছিল গ্রাফ। যে দিল্লিতে এক সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শীলা দীক্ষিতের নেতৃত্বে টানা পনেরো বছর ধরে শাসন করেছিল কংগ্রেস, সেখানে তারা এবার শূন্য। প্রাথমিক প্রবণতায় স্পষ্ট এবার কংগ্রেস কার্যত লিগের বাইরেই। শুরুতে কংগ্রেস মাত্র একটি আসনে এগিয়ে ছিল। বাদলিতে গণনার প্রাথমিক পর্যায়ে হাতের জোর দেখা গেলেও কয়েক দফা গণনার পরেই ব্যবধান হ্রাস পেতে থাকে । তারপর শেষমেষ তারা শূন্যে নেমে যায়। এভাবেই চলতে থাকলে দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টানা তৃতীয়বার পরাজয় হবে। টানা তিন বার শূন্যের হ্যাটট্রিক করবে কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে একেবারেই হালে পানি না পেলেও, এবার মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী এবং সাংসদ প্রিয়াঙ্কা গাঁধী নির্বাচনের আগে একাধিক সমাবেশ করেন। রাহুল গাঁধী আমআদমি পার্টির দুর্নীতির অভিযোগগুলিতে সামনে রেখে পালে হাওয়া কাড়ার চেষ্টা করেন। নির্বাচনের ঠিক আগে আগেই রাহুল কেজরিওয়ালকে নিশানা করে বলেছিলেন, 'কেজরিওয়ালজি কিছু বছর আগে এসেছেন। আমার মনে আছে, বিদ্যুতের খুঁটির উপর উঠে পড়েছিলেন। আপনাদের মনে আছে? ছোট গাড়িতে চড়তেন। আজ ওই কেজরিওয়ালজি শিশমহলে থাকেন।' পাল্টা অরবিন্দ আপ-বিরোধীদের একযোগে কটাক্ষ করে বলেছিলেন, আসলে বিজেপি আর কংগ্রেস মিলে দিল্লির জনতার বিরুদ্ধে আর আম আদমি পার্টির বিরুদ্ধে ভোটে লড়ছে। এতদিন পর্দার আড়ালে জোট চলছিল, এবার পর্দার সামনে বিষয়টা চলে এল।
বিশেষজ্ঞদের বিশ্লেষণ, কংগ্রেস ও আপ দুই দলই বিজেপি বিরোধী। অথচ দুই দল, দুই দলের বিরুদ্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থেকেছে। আর তার মাঝখান থেকে ফায়দা তুলে নিয়েছে বিজেপি। শেষবার, কংগ্রেস দিল্লির ভোটে আসন পেয়েছিল ২০১৩ সালের নির্বাচনে। সেবার ৮টি আসন জিতেছিল তারা। ২০১৩ সালে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়েই দিল্লিতে প্রথমবার সরকার গঠন করেছিল আম আদমি পার্টি। তারপর ক্রমেই হাত আর আপের দূরত্ব বেড়েছে। এরপর ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে, আপ ৬৭টি আসন , বিজেপি ৩টি আসন পেয়েছিল। আর কংগ্রেসের শূন্য পাওয়ার সেই শুরু। এরপর ২০২০ সালের বিধানসভা নির্বাচনে, কংগ্রেস শূন্য আসনই পায়। আর এবার কংগ্রেস ও আম আদমি পার্টির এই লড়াইয়ের মাঝেই, ফায়েদা তুলে নিল বিজেপি। ২৭ বছর পর দিল্লি দখল করল তারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
