Metro Rail News : মেট্রোস্টেশনে মহিলার চুল ধরে টান! গর্জে উঠলেন সহযাত্রী, কিল-চড়-ঘুষিতে করলেন ঘায়েল
দিল্লি শহরের এক মেট্রো স্টেশনে একটি লোক এক মহিলা যাত্রীর গায়ে হাত তোলে। সবাই ঘটনায় তাজ্জব। কিন্তু প্রতিবাদ করতে এগিয়ে আসে একজনই।

প্রতিবাদ কি কেবল সোশ্যাল মিডিয়াতেই থেকে যাবে ? রাস্তায় ঘাটে মহিলাদের অপমানিত হতে দেখেও কি চুপচাপ সরে যাবে মানুষ ? এবার দিল্লি মেট্রোতে ঘটে গেল এমন এক ঘটনা, যার ভিডিও ভাইরাল।
ভিডিওয় দেখা গিয়েছে, দিল্লি শহরের এক মেট্রো স্টেশনে একটি লোক এক মহিলা যাত্রীর গায়ে হাত তোলে। সবাই ঘটনায় তাজ্জব। কিন্তু প্রতিবাদ করতে এগিয়ে আসে একজনই। ভিডিওয় ছেলেটির বয়স আন্দাজ করা কঠিন। দেখা যায়, মহিলার গায়ে এক পুরুষ হাত তুলতেই সে এগিয়ে আসে, সোজা পাল্টা আঘাত করে। একে বারে কিল-চড়-থাপ্পড় কষিয়ে দেয়। দেখিয়ে দেয়, প্রতিবাদ প্রয়োজন। রাস্তায় ঘাটে নারী নিগ্রহ দেখে চুপ করে থাকার দিন শেষ !
View this post on Instagram
এই ভাইরাল ভিডিওটি সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিক্রিয়ায় একদল প্রশ্ন তুলেছেন দেশের রাজধানীতে নারী নিরাপত্তা নিয়ে। আরেক দল প্রতিবাদী যুবকের প্রশংসা করেছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ছেলেটি সহযাত্রী মহিলার প্রতি অন্যায় মেনে না নিয়ে রুখে দাঁড়িয়েছে। ভয় না পেয়ে পাল্টা দিয়েছে। এক মহিলার চুল ধরার যোগ্য শাস্তি দিয়েছে। ছেলেটিকে সোশ্যাল মিডিয়ার অনেকে ' আসল সুপারহিরো ' বলে বাহবা দিয়েছে। ছেলেটির এই প্রতিবাদে কেউ তাজ্জব, কেউ হাততালি দিয়ে বাহবা দিয়েছে।
ভিডিওটি delhi.connection নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে । এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সেটি। অনেকেই ভিডিওটি পছন্দও করেছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতিক্রিয়াও নানারকম। তবে বেশিরভাগই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসকে কুর্নিশ জানিয়েছে।






















