Delhi Water Crisis : 'দিল্লিতে তীব্র জল সংকট, পাশে নেই হরিয়ানা সরকার..', আজ অতিশীর অনশনের দ্বিতীয় দিন
Atishi Fast Second Day On Delhi Water Crisis: দিল্লিতে তীব্র জল সংকটের মাঝে জলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে দিল্লির মন্ত্রী অতিশী, কী দাবি আপ নেত্রীর ?
নয়াদিল্লি: দিল্লিতে দেখা দিয়েছে তীব্র জল সংকট (Delhi Water Crisis )। আরও জলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী মেরলেনা (Delhi Minister and AAP Leader)। তিনি জানিয়েছেন, 'দিল্লিতে তীব্র জল সংকটে পাশে দাঁড়ায়নি হরিয়ানা সরকার।'
দিল্লিতে তীব্র জল সংকট, আজ অতিশীর অনশনের দ্বিতীয় দিন
অতিশী জানিয়েছেন, 'আজ আমার অনশনের দ্বিতীয় দিন। আপনারা জানেন, দিল্লিতে জলের তীব্র সংকট রয়েছে। তীব্রগরমে, দিল্লিবাসীর যখন আরও বেশি জলের দরকার ছিল, তেমনই এক মুহূর্তের জল সংকট দেখা গিয়েছে। দিল্লির কাছে কোনও নিজস্ব জল নেই। প্রতিবেশী রাজ্য থেকেই দিল্লিতে জল আসে। দিল্লিতে ১০০৫ MGD জল আসে, এরপরেই তা সরবারহ করা হয়, রাজধানীর ঘরে ঘরে। এর মধ্যে ৬১৩ MGD পরিমাণ জল হরিয়ানা জল আসে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার হরিয়ানা শুধুই ৫১৩ MGD পরিমাণ জল সরবারহ করছে। প্রায় ১০০ MGD এর উপরে জল কম পাঠাচ্ছে। তাই ২৮ লক্ষের উপরে দিল্লির বাসিন্দারা জল পাচ্ছে না। জলের জন্য তাঁরা চরম সমস্যায় রয়েছে। আমি সকল সম্ভাব্য রাস্তাতেই হেঁটে দেখেছি। কোনও পথেই হরিয়ানা সরকার জল দিতে রাজি নয়। তাই আমার কাছে অনশনে বসা ছাড়া আর কোনও পথ নেই।'
#WATCH | Delhi Water Minister and AAP leader Atishi says, "This is the second day of my fast. There is an acute shortage of water in Delhi...Delhi receives water from its neighbouring states. Delhi receives a total of 1005 MGD of water that is supplied to the houses in Delhi. Of… pic.twitter.com/Nv3xs9J5rw
— ANI (@ANI) June 22, 2024
আরও পড়ুন, মোদির আমন্ত্রণে ২ দিনের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজ দ্বিপাক্ষিক বৈঠক..
প্রেক্ষাপট আলাদা হলেও সম্প্রতি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার দেখা গিয়েছিল। জল কিনতে দোকানের সামনে পড়ছিল লম্বা লাইন। যদিও তার কারণ ছিল জল দূষণ। পরিশ্রুত পানীয় জলেই মিশে, বর্জ্য ও ব্যাকটেরিয়া। শিলিগুড়ি পুরসভা সূত্রে খবর, পরীক্ষায় এই তথ্য ধরা পড়ার পরই জল খেতে নিষেধ করা হয়েছিল বাসিন্দাদের। প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছি। আগের পাপের বোঝা বইছি, নীলকণ্ঠ হতে হচ্ছে- নাম না করে প্রাক্তন মেয়রকে নিশানা করেছিলেন গৌতম দেব। পাপের স্রষ্টা আপনি, দায় আপনাকেই নিতে হবে - বর্তমানকে পাল্টা জবাব দিয়েছিলেন প্রাক্তন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।