এক্সপ্লোর
কমিশন নিয়ম মেনে ভোট না করলে কোর্টে যাব, বললেন দিলীপ
দিলীপ বলেন, যদি নির্বাচন কমিশন নিয়ম না মেনে নির্বাচন করতে চায় তার জন্য কোর্ট আছে, এর আগেও আমরা কোর্টে গিয়েছি।

কলকাতা: ভোট প্রচারের জন্য রাজ্য নির্বাচন কমিশন সময় না দিলে আদালতের দ্বারস্থ হবে বিজেপি। জানালেন দলীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণের সময় এ কথা বলেন তিনি। প্রতিদিনের মত আজও সল্টলেক সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণ করছিলেন দিলীপ। তখনই তিনি বলেন, পুরভোট প্রচারের জন্য যথেষ্ট সময় না পেলে তাঁরা আদালতে যাবেন। দিলীপ বলেন, যদি নির্বাচন কমিশন নিয়ম না মেনে নির্বাচন করতে চায় তার জন্য কোর্ট আছে, এর আগেও আমরা কোর্টে গিয়েছি। আমি আশা করব, ওঁরা এমন কিছু করবেন না যাতে আমাদের কোর্টে যেতে হয়। দিলীপ বলেন, পশ্চিমবঙ্গে যারা রাজত্ব করছে তারা যে ধরনের হিংসা, দুর্নীতি করছে তাতে ভয়ে ভয়ে আছেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী। যাঁরা পরিবর্তন চাইছেন বিজেপিতে শামিল হচ্ছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















