Trump Offers Fighter Jets: ভারতকে অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব ট্রাম্পের! চিন-বাংলাদেশকে পরোক্ষ বার্তা?
Modi Trump Meeting News: প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে সীমান্ত-সন্ত্রাসের প্রসঙ্গও

নয়া দিল্লি: সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে ভারত ও আমেরিকা। ওয়াশিংটনে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের পর এই বার্তাই দেওয়া হল দু'দেশের তরফে। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত-আমেরিকা একে অপরের পাশে রয়েছে। হোয়াইট হাউসে বৈঠক শেষে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-আমেরিকা আরও বেশি করে চুক্তিবদ্ধ হবে। এবার আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান স্টিলথ্ F 35 পাবে ভারত। আকাশযুদ্ধের সমর সম্ভার বাড়াতে চলতি বছরেই চুক্তিবদ্ধ হবে দুই দেশ।
হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে সীমান্ত-সন্ত্রাসের প্রসঙ্গও। নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও আমেরিকা দুই দেশই সীমান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে। সীমান্ত সন্ত্রাস যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, সেকথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন, 'খুব মিস করেছি তোমায়', মোদি হোয়াইট হাউসে ঢুকতেই জড়িয়ে ধরলেন ট্রাম্প!
মোদির সঙ্গে বৈঠকে ট্রাম্প এও বলেন, 'এই বছর থেকে, আমরা ভারতে বহু বিলিয়ন ডলারের সামরিক বিক্রি আরও বাড়িয়ে দেব'। ট্রাম্প-মোদির এই বৈঠকে যোগ দিয়েছিলেন স্পেসএক্স এবং টেসলা টাইকুন ইলন মাস্ক।
পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে ভারত ও আমেরিকা। এই লড়াইয়ে ভারত-আমেরিকা একে অপরের পাশে রয়েছে। মোদি-ট্রাম্পের মধ্যে বৈঠকের পর এই বার্তাই দেওয়া হল দু'দেশের তরফে। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে দ্রুত ভারতের হাতে প্রত্যর্পণ করা হবে, সিদ্ধান্ত দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে। ভারতের শত্রু রানাকে প্রত্যর্পণের জন্য ধন্যবাদ, হোয়াইট হাউসে বৈঠক শেষে ঘোষণা প্রধানমন্ত্রীর।
অন্যদিকে, মোদির সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হলেও বাংলাদেশ নিয়ে প্রশ্নের উত্তরে কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টি সম্পর্কে অবহিত আছি, এ বিষয়ে যা কিছু বলবেন তা প্রধানমন্ত্রী মোদি, এই বলে প্রসঙ্গ এড়িয়েছেন ট্রাম্প।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
