Donald Trump: 'ওঁর চেহারা ভয়ানক, বুদ্ধি আরও কম', ভারতীয় বংশোদ্ভূত নিউ ইয়র্ক সিটি-র সম্ভাব্য মেয়রকে আক্রমণ ট্রাম্পের
Donald Trump on Zohran Mamdani:

ওয়াশিংটন: নিউইয়র্ক সিটির রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূত জোহারান মামদানির উত্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড়ই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? ট্রাম্পের সাম্প্রতিক প্রতিক্রিয়ায় এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
খবর অনুযায়ী, নিউইয়র্ক সিটি মেয়র পদের ডেমোক্র্যাট প্রাইমারিতে ৯০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে রয়েছেন ৩৩ বছর বয়সি জোহারান মামদানি। তিনি পেয়েছেন ৪৩.৫ শতাংশ ভোট। এই মুহূর্তের ফলাফলের ওপর ভিত্তি করে বলাই যায়, তাঁর মেয়র হওয়া শুধু সময়ের অপেক্ষা।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একাধিক পোস্টে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। শুধু তাই নয় ব্যক্তিগত আক্রমণও করেছেন। তিনি লেখেন, 'অবশেষে সেটাই ঘটল যার ভয় ছিল। ডেমোক্র্যাটরা এবার সম্পূর্ণ সীমা ছাড়িয়েছে। জোহারান মামদানি, ১০০ শতাংশ কমিউনিস্ট পাগল, এখন ডেম প্রাইমারিতে জয়ী, মেয়র হওয়ার পথে। এবার সব সহ্যের বাইরে চলে গেছে। ওঁর চেহারা ভয়ানক, কণ্ঠস্বর যন্ত্রণাদায়ক, আর বুদ্ধিও কম। আদতে অপদার্থ!' এমনকী যারা তাঁকে সমর্থন করেছেন তাদেরও নির্বোধ বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ডেমোক্র্যাটদের পক্ষ থেকে এখনও ট্রাম্পের মন্তব্যের কোনও জবাব দেওয়া হয়নি।
জোহারান মামদানি - মেয়র পদপ্রার্থী এই তরুণের সঙ্গে রয়েছে গভীর বলিউড যোগ। তাঁর মা বিখ্যাত পরিচালক মীরা নায়ার। জন্মসূত্রে তিনি গুজরাতি মুসলিম। উগান্ডায় জন্ম হলেও ৭ বছর বয়স থেকে নিউইয়র্কের পাকাপাকি বাস। মাত্র কয়েক মাস আগেও ৩৩ বছর বয়সি জোহরান মামদানি তথা নিউ ইয়র্ক রাজ্য অ্যাসেম্বলির এই সদস্যের পরিচিতি সীমিত ছিল মূলত কিছু রাজনৈতিক মহলে।
২০২১ সাল থেকে কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকা থেকে রাজ্য অ্যাসেম্বলিতে প্রতিনিধিত্ব করছেন মামদানি। মেয়র পদে তাঁর ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে—বাসভাড়া সম্পূর্ণ ফ্রি করা, ভাড়াবাড়ির ভাড়া বৃদ্ধির হার বন্ধ রাখা এবং সিটি করপোরেশনের নিজস্ব গ্রোসারি দোকান চালু করা। এসব পরিকল্পনার অর্থায়নে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর কর বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন।






















