Donald Trump: এক হুঁশিয়ারিতেই কাজ হয়! ভারত ও পাকিস্তানকে নিয়ে ফের বড় দাবি ট্রাম্পের, বললেন, ‘আমরা না থাকলে…’
India-Pakistan Conflict: হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের ভারত ও পাকিস্তানকে নিয়ে মুখ খোলেন ট্রাম্প।

নয়াদিল্লি: বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আর তাতেই নাকি কাজ হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ফের বড় দাবি করলেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। জানালেন, একাহাতেই দুই দেশের সংঘাত মিটিয়েছেন তিনি। নইলে পরমাণু যুদ্ধ আটকানো যেত না। (Donald Trump)
হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের ভারত ও পাকিস্তানকে নিয়ে মুখ খোলেন ট্রাম্প। জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত যখন তুঙ্গে, নিজের আধিকারিকদের নির্দেশ দেন নয়াদিল্লি এবং ইসলামাবাদের সঙ্গে কথা বলতে। জানিয়ে দেন, যুদ্ধ বন্ধ না হলে আমেরিকার সঙ্গে ব্য়বসা-বাণিজ্য চলবে না। (India-Pakistan Conflict)
আগেও বার বার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। ব্যবসা-বাণিজ্যের টোপ দিয়েই দুই দেশকে রাজি করান বলে জানান। এবার ট্রাম্প বলেন, “আমি হাওয়ার্ড লাটনিককে বলেছিলাম, ভারত ও পাকিস্তানকে বলে দাও, এভাবে যুদ্ধ চালিয়ে গেলে ট্রাম্প দুই দেশের সঙ্গেই ব্য়বসা বাতিল করতে চায়। দুই দেশই এর পর ফোন করে এবং যুদ্ধ থামিয়ে দেয়।”
পহেলগাঁও হামলার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পর পর জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এর পর কার্যত সম্মুখ সমরে অবতীর্ণ হয় দুই দেশ। ক্ষেপণাস্ত্র বিনিময়, গোলাগুলি চলতে থাকে। সেই আবহে হঠাৎই ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্য়ে যুদ্ধবিরিত ঘোষণা করেন ট্রাম্প।
এদিন ট্রাম্প বলেন, “ওটা পরমাণু যুদ্ধে পরিণত হতে পারত। আমরা আটকেছি। ভাল কাজ করি আমরা। আর কোনও প্রেসিডেন্ট এর চেয়ে বেশি কিছু করেছে বলে জানি না। সার্বিয়া, কসভোও যুদ্ধে যেতে উদ্যত হয়েছে। বড় যুদ্ধ হতে পারে। আমি বলে দিয়েছি, যাও যুদ্ধে। আমেরিকার সঙ্গে ব্যবসা আর থাকবে না। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও তা-ই হয়।”
ট্রাম্পের দাবি, তিনি বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দেওয়ার পরই ভারত ও পাকিস্তান সংঘাত থেকে সরে আসে। বলে, “ওরাই ফোন করে। কী করণীয় জানতে চায়। আমি জানিয়ে দিই, হয় আমেরিকার সঙ্গে ব্যবসা-বাণিজ্য চাও, নাকি পরমাণু যুদ্ধ? আমরা এটা হতে দেব না। দু’পক্ষই রাজি হয়। দুই দেশের নেতাই মহান।” বরাবর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে আসছেন ট্রাম্প। পাকিস্তান সেই নিয়ে আপত্তি না জানালেও, ভারত গোড়া থেকেই বলে আসছে, কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপে নয়, ভারত ও পাকিস্তান পারস্পরিক সম্মতিতেই যুদ্ধবিরতিতে রাজি হয়। তবে পরমাণু অস্ত্র প্রয়োগের মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি করেছে ভারত ও পাকিস্তান, দুই দেশই।






















