এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
মার্কিন হানায় নিহত ইরানি জেনারেল সোলেমানি দিল্লিতে জঙ্গি হামলার ছক কষেন, জানালেন ডোনাল্ড ট্রাম্প
ওই হামলার তদন্ত এখনও শেষ হয়নি। তবে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও দাবি করেন, হামলায় ইরানের হাত রয়েছে।
লস অ্যাঞ্জেলস: বাগদাদে মার্কিন বোমায় নিহত ইরানী জেনারেল কাসাম সোলেমানি দিল্লিতে জঙ্গি হামলার ছক করেছিলেন। বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, সোলেমানি নিরীহ মানুষকে খুন করে আনন্দ পেতেন, দিল্লি, লন্ডনের মত দূর দেশেও সন্ত্রাসবাদী হামলায় তাঁর হাত ছিল। আজ তাঁর হাতে মৃতদের সম্মান জানানোর দিন।
গতকালই মার্কিন বোমারু বিমান হামলায় ইরানের দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে খ্যাত সোলেমানি প্রাণ হারিয়েছেন। পেন্টাগন জানিয়েছে, খোদ মার্কিন প্রেসিডেন্ট সোলেমানির ওপর বোমা হামলার সবুজ সংকেত দেন। ট্রাম্প এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন ফ্লোরিডার পাম বিচে। সেখান থেকে বলেছেন, সোলেমানি দিল্লি, লন্ডনেও জঙ্গি হামলায় যুক্ত ছিলেন, আমরা খুশি যে সোলেমানির সন্ত্রাসী জমানা অবশেষে খতম হয়েছে। তিনি দিল্লির কোন জঙ্গি হামলার কথা বলছিলেন তা স্পষ্ট করে না জানালেও মনে করা হচ্ছে, ২০১২-য় ভারতে ইজরায়েলি প্রতিরক্ষা আধিকারিকের স্ত্রীর গাড়িতে যে বোমাবর্ষণ হয় সে ব্যাপারে উল্লেখ করা হয়েছে।
ওই হামলার তদন্ত এখনও শেষ হয়নি। তবে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও দাবি করেন, হামলায় ইরানের হাত রয়েছে। ভারত সরকার ইরানের হাত থাকার ব্যাপারে কিছু স্পষ্ট করে না জানালেও শোনা যায়, ইজরায়েলিদের হাতে ইরানী পরমাণু বিজ্ঞানী মোস্তাফা আহমাদি রোশনের খুনের বদলা নিতে তেহরান ওই হামলা চালায়।
সদ্যমৃত ইরানী জেনারেল সোলেমানি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডসের কাডস ফোর্সের প্রধান ছিলেন। দিল্লি জঙ্গি হামলায় তাঁর নাম প্রকাশ্যে উঠে আসেনি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সোলেমানি মার্কিন কূটনীতিক ও সেনা আধিকারিকদের ওপর জঘন্য সব হামলার পরিকল্পনা করছিলেন। কিন্তু ঠিক সে সময় তাঁকে ধরে ফেলে খতম করে দেওয়া হয়েছে। বহু বছর ধরে সোলেমানি ও তাঁর নির্মম কাডস ফোর্স অসংখ্য মার্কিন নাগরিক ও সেনাকর্মীকে হতাহত করেছে বলে তাঁর অভিযোগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement