Donald Trump : হাতে ক্ষত, পা ফুলে ঢোল, বদলে যাচ্ছে ট্রাম্পের শরীর-গতিক ! বড় অসুখে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট?
এমনও শোনা গিয়েছিল, মার্কিন প্রেসিডেন্টের নাকি হৃদরোগেরও লক্ষণ দেখা দিয়েছে। ট্রাম্প নাকি গুরুতর হৃদরোগে ভুগছেন । কী জানাল হোয়াইট হাউস?

রাজনৈতিক ,কূটনৈতিক কারণ পেরিয়ে এখন সকলের নজরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য সমস্যা। আলোচনায় তাঁর chronic venous insufficiency (CVI) । দেখা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের পা গিয়েছে ফুলে। ডোনাল্ড ট্রাম্পের পায়ের নীচের অংশে দেখা গিয়েছে হালকা ফোলাভাব । বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের শিরায় অসুখ দেখা গিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, এই অবস্থা বয়স্কদের মধ্যে খুব অস্বাভাবিক বা বিরল নয়। বিশেষ করে ৭০ বছরের থেকে বেশি বয়সীদের মধ্যে এটা খুব সাধারণ সমস্যা।
কী জানালো হোয়াইট হাউস?
সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে, ক্যারোলিন লিভিট ট্রাম্পের হাত এবং পা ফুলে যাওয়ার বিষয়টি জানান। এছাড়া বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন যে হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট মার্কিন রাষ্ট্রপতির স্বাস্থ্যের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের পায়ের নীচের অংশ হালকা ফুলে গিয়েছে। নিয়মিত যত্ন, চিকিৎসা এবং সতর্ক থাকলে সমস্যা সামলাতে অসুবিধে হবে না। হোয়াইট হাউস মেডিকেল ইউনিট এই বিষয়টিতে নজর রাখছে।
কী কী লক্ষণ এই রোগের ?
এই রোগের লক্ষণগুলির মধ্যে অন্যতম, হল পায়ে ব্যথা। পায়ে ভারী ভাব। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে বা বসে থাকার পরে ক্লান্তি বোধ করা খুব সাধারণ লক্ষণ। এছাড়া পায়ে জ্বালাভাব, ঝিনঝিন ধরার অনুভূতিও হতে পারে। বিশেষ করে পায়ের নীচের অংশ ভারী হয়ে ওঠা, পা এবং গোড়ালিতে ফোলাভাব এর লক্ষণ। এছাড়া গোড়ালির কাছে ত্বকের রং বিবর্ণ হয়ে যায় অনেক ক্ষেত্রে। এছাড়া পায়ে চুলকানি বা খসখসে ভাবও আসতে পারে। এছাড়া পায়ের শিরাগুলি ফুলে ওঠা ও জট পাকানো এই লক্ষণ।
ট্রাম্পের হাতে ক্ষত?
এমনও শোনা গিয়েছিল, মার্কিন প্রেসিডেন্টের নাকি হৃদরোগেরও লক্ষণ দেখা দিয়েছে। ট্রাম্প নাকি গুরুতর হৃদরোগে ভুগছেন । তবে এমন জল্পনা উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। ডায়াগনস্টিক ভাস্কুলার স্টাডিও অন্তর্ভুক্ত তার মধ্যে। করা হয়েছে ডপলার আল্ট্রাসাউন্ডও। তাতে দেখা গিয়েছে প্রেসিডেন্টের chronic venus insufficiency AB9 হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের হাতে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা মনে করছেন বারবার হ্যান্ডশেক করার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে হাতের নরম টিস্যুর । এটি অ্যাসপিরিন ব্যবহারের একটি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে।






















