‘শান্তি বিঘ্নিত হবে’! শ্রীনগর বিমানবন্দরে নাটক, যশবন্ত সিনহাকে কাশ্মীরে ঢুকতে বাধা
‘শান্তি বিঘ্নিত হবে’, স্রেফ এই আশঙ্কা থেকেই কাশ্মীরে পৌঁছেও বন্ধুর বাড়ি যেতে পারলেন না প্রাক্তন বিজেপি নেতা।
শ্রীনগর: কাশ্মীরে ঢুকতে গিয়ে বাধা, বিমানবন্দরেই আটকে থাকতে হল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহাকে। শ্রীনগর বিমানবন্দরের ভিতরেই চলল নাটক। যশবন্ত সিনহা কাশ্মীরে পা রাখলে উপত্যকার ‘শান্তি বিঘ্নিত হবে’, স্রেফ এই আশঙ্কা থেকেই কাশ্মীরে পৌঁছেও বন্ধুর বাড়ি যেতে পারলেন না প্রাক্তন বিজেপি নেতা।
সংবাদমাধ্যমকে ক্ষুব্ধ নেতা জানিয়েছেন, “আমি যখন শ্রীনগরে নামলাম, আমাকে বলা হল বিমানবন্দর না ছাড়তে। কাশ্মীর উপত্যকাতেও যেতে বারণ করা হল। কর্তৃপক্ষের তরফে আমাকে বলা হল, আমি কাশ্মীরে গেলে শান্তি বিঘ্নিত হতে পারে।” যশবন্ত সিনহার দাবি, সরকার জানিয়েছে কাশ্মীর এখন শান্ত। পরিস্থিতি স্বাভাবিক। সেকারণেই তিনি কাশ্মীরে এসেছিলেন বন্ধুর সঙ্গে দেখা করতে। তিনি বলেন, “আমি চেয়েছিলাম বন্ধুর সঙ্গে দেখা করে রাস্তায় বাজি পুড়িয়ে উদযাপন করব।”
সূত্রের খবর, নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা ভূস্বর্গে এসেছিলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। কনসার্নড সিটিজেন গ্রুপ নামের ওই সংগঠনের হয়ে যশবন্ত সিনহা ছাড়াও কাশ্মীরে আসেন কপিল কাক, ভরত ভূষণ, সুশভা বার্নাডের মতো ব্যক্তিত্বরা। সকাল সাড়ে এগারোটায় শ্রীনগরে নামার পড় বিমানবন্দরেই কার্যত ‘বন্দি’ হয়ে থাকেন তাঁরা। যশবন্ত সিনহাকে দিল্লির বিমান ধরতে বলা হলেও তাও অস্বীকার করেন তিনি।