Assam News: ভারত বিরোধী পোস্টে লাইক করার জের, অসম থেকে দেশে ফেরত পাঠানো হল বাংলাদেশি পড়ুয়াকে
Bangladeshi Student Deported: ভারত বিরোধী সোশ্যাল মিডিয়া পোস্টে লাইক করার জেরে অসম থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হল শিলচর এনআইটি-র একজন ছাত্রীকে।
গুয়াহাটি: ভারত বিরোধী পোস্টে লাইক করার জেরে অসমের (Assam) শিলচরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (Silchar NIT) থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল একজন বাংলাদেশি ছাত্রীকে (Bangladeshi Student)। শুধু শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া নয় সোমবার তাঁকে অসম থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
বিষয়টি সঠিক বলে জানিয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানান, ওই বাংলাদেশি ছাত্রীকে করিমগঞ্জের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সোমবার সকাল উপযুক্ত নিরাপত্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
যদিও শিলচর ন্যাশনাল ইনস্টিটিউট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই ছাত্রী আগেই বাংলাদেশে নিজের বাড়িতে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছিল। রবিবার সে বাড়ি যাওয়ার জন্য ছুটির আবেদন করে।
এপ্রসঙ্গে সোমবার শিলচর NIT-এর রেজিস্টার বলেন, ওই ছাত্রী উপযুক্ত নিরাপত্তার মাধ্যমে বাড়ি ফিরতে চেয়েছিল। আমরা সেই অনুযায়ী কর্তৃপক্ষকে জানাই। তিনি আজকে ইনস্টিটিউট ছেড়ে চলে গেছেন।
পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানান, শিলচর এনআইটি-র বিভিন্ন বিভাগে বাংলাদেশের ৭০ জনের বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করেন। আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা বলতে বলেছি যাতে প্রতিষ্ঠানের ওই প্রাক্তন ছাত্রীর বিরুদ্ধে ভারত বিরোধী পোস্টের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।
গত ২২ অগাস্ট শিলচরের অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্র শুভাশিস চৌধুরী প্রথমে এই বিষয়টি প্রকাশ্যে আনে। তিনি ওই ছাত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টের কিছু স্ক্রিনশট শেয়ার করে শিলচর ও অসমের বেশ কয়েকটি থানায় একাধিক অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে শিলচরের পুলিশ সুপার গত ২৪ অগাস্ট এনআইটি-তে গিয়ে ঘটনাটির তদন্ত করেন।
এপ্রসঙ্গে তিনি বলেন, "শনিবার মাঝরাতে আমি ওই প্রতিষ্ঠানে যাই এবং জানতে পারি ওই ছাত্রী আমাদের দেশের নন। আমরা কিছু তথ্য পেয়েছি। এখন আমাদের সাইবার মনিটরিং সেল বিষয়টি নিয়ে তদন্ত করছে।"
শিলচর এনআইটি-র অধিকর্তা প্রফেসর দিলীপ কুমার বৈদ্য জানান, তিনি এই বিষয়টি সম্পর্কে জানেন। প্রতিষ্ঠানের আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার জন্য সবরকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার দিকেও নজর রাখা হচ্ছে। যদি কোনও অপরাধমূলক ঘটনা ঘটে এবং তার জন্য তদন্তের প্রয়োজন হয় তাহলে এনআইটি কর্তৃপক্ষ প্রশাসনকে সবরকমের সহযোগিতা করবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।