RG Kar Nabanna Abhijan: দিদির বাংলায় ধর্ষক,অপরাধীরা প্রাধান্য পায়, কিন্তু নারী সুরক্ষার কথা বলা অপরাধ : নাড্ডা
Nadda Attacks Mamata On Womens Safety On RG Kar Nabanna Abhijan:মুখ্যমন্ত্রীকে জোর নিশানা বিজেপি নেতা জেপি নাড্ডার..
কলকাতা: নবান্ন অভিযান নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন নবান্ন অভিযানে
পুলিশের ভূমিকা নিয়ে জোর নিশানা করেন তিনি। এবং তোপ দাগতে ছাড়েননি মুখ্যমন্ত্রীকেও। তিনি বলেন,' দিদির পশ্চিমবাংলায় ধর্ষক এবং অপরাধীরা প্রাধান্য পায় কিন্তু নারী সুরক্ষার কথা বলা অপরাধ !'
The images of police highhandedness from Kolkata have angered every person who values democratic principles.
— Jagat Prakash Nadda (@JPNadda) August 27, 2024
In Didi's West Bengal, to help rapists and criminals is valued but it's a crime to speak for women's safety.
আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। প্রতিবাদের ঢেউ বাংলা তথা দেশ ছাড়িয়ে বিদেশেও। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। যদিও 'সঞ্জয় কি একাই জড়িত নাকি আরও কেউ জড়িত রয়েছে ?', এমন প্রশ্ন চারিদিকে ঘুরছে। আজ আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। যদিও আগেই ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানকে অবৈধ, বেআইনি বলে আক্রমণ করে তৃণমূল। এদিন নবান্ন অভিযান শুরু হতেই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় হাওড়ায়। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল চার্জ এবং জলকামান চলে।
রবিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করল সিবিআই। এদিকে, আর জি কর-কাণ্ডের তদন্তে রাজ্য় সরকার গঠিত সিটের সদস্য় এবং বেশ কয়েক জন পুলিশ আধিকারিক সিজিওতে যান। ৮ অগাস্ট এবং ৯ অগাস্টের মাঝের রাতে আর জি কর মেডিক্যাল কলেজে কী ঘটেছিল? চিকিৎসকের ধর্ষণ-খুনে কি সঞ্জয় রায় একাই জড়িত? নাকি ছিল আরও কেউ? তদন্তভার হাতে নেওয়ার এক সপ্তাহ পরও এইসব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে CBI.সূত্রের খোঁজে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে জেরা করা হয়েছে।
আরও পড়ুন, BJP যখন নবান্ন অভিযান করবে, তখন দেখাব, ব্যারিকেড কিছু থাকবে না : সুকান্ত মজুমদার
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।