এক্সপ্লোর
Advertisement
বিতর্কের জের, ওয়েব সিরিজের দৃশ্য ছাঁটলেন ‘তাণ্ডব’ নির্মাতারা
ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে বিতর্কের কেন্দ্রে 'তাণ্ডব'। সিরিজ নিষিদ্ধ করার দাবি জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রকে একাধিক পিটিশন জমা পড়েছে। ওয়েব সিরিজের একাধিক দৃশ্য নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। ভগবান শিব এবং ভগবান রামের মানহানি করা হয়েছে বলে নেটিজেনদের একাংশের অভিযোগ।
মুম্বই: আমাজন প্রাইম থেকে ওয়েব সিরিজের বিতর্কিত দৃশ্য ছেঁটে ফেললেন ‘তাণ্ডব’-এর নির্মাতারা। বিতর্কের আবহে এই সিদ্ধান্ত নেন নির্মাতারা। মঙ্গলবার দ্বিতীয় দফায় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। ওই বৈঠকের পরই বিতর্কিত অংশ বাদ দেন তাঁরা।
ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে বিতর্কের কেন্দ্রে 'তাণ্ডব'। সিরিজ নিষিদ্ধ করার দাবি জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রকে একাধিক পিটিশন জমা পড়েছে। ওয়েব সিরিজের একাধিক দৃশ্য নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। ভগবান শিব এবং ভগবান রামের মানহানি করা হয়েছে বলে নেটিজেনদের একাংশের অভিযোগ। ওয়েব সিরিজের বিরুদ্ধে লখনউ, মুম্বই, গ্রেটার নয়ডাতে তিনটি জায়গাতে এফআইআর জমা পড়েছে। ভারতের আমাজন প্রাইম ভিডিও-র প্রধান এবং ছবির নির্মাতারদের বিরুদ্ধে এফাআইআর দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ১৫৩(ক), ২৯৫(ক) এবং ৫০৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়।
বিতর্কিত পরিস্থিতিতে ক্ষমাও চান ‘তাণ্ডব’ ওয়েব-সিরিজের নির্মাতারা। পরিচালক আলি আব্বাস জাফর ট্যুইট করে জানান, ইচ্ছাকৃতভাবে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। পরিচালক লিখেছেন, “আমরা লক্ষ্য করছি ওয়েব সিরিজ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকেই। তথ্য সম্প্রচার মন্ত্রক আমাদের জানিয়েছে, একাধিক পিটিশন জমা পড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গেও কথা হয়েছে। সিনেমার একাধিক দৃশ্য মানুষের ধর্মীয় আবেগে আঘাত করেছে।” তিনি আরও লিখেছেন, “কারও আবেগ আঘাত করা, ধর্মকে অপমান করা, কোনও রাজনৈতিক দল, জীবিত বা মৃত রাজনৈতিক ব্যক্তিত্বকে আঘাত করা তাণ্ডবের কলাকুশলী বা নির্মাতাদের উদ্দেশ্য নয়।”
উল্লেখ্য, সেফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, মহম্মদ জিশান আয়ুব এই ছবিতে অভিনয় করেছেন। সেফ আলি খান এবং মহম্মদ জিশান আয়ুবকে ক্ষমা চাইতে হবে বলে সরব হয়েছেন মহারাষ্ট্রের ঘাটকোপারের বিধায়ক রাম কদম। বিতর্কের আবহে সেফের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাঁর বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রকাশ জাভড়েকরের কাছে এই সিরিজ নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন একাধিক রাজনৈতিক নেতা। এই পরিস্থিতিতে বিতর্কিত দৃশ্য সরিয়ে দিলেন নির্মাতারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement