State vs Centre: দুর্গাপুজোর স্বীকৃতি কার কৃতিত্ব? তরজায় কেন্দ্র-রাজ্য
Durgapuja: শুক্রবার কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক। যেখানে আমন্ত্রিতর তালিকায় অমিত শাহ থাকলেও, নেই মুখ্যমন্ত্রী।
![State vs Centre: দুর্গাপুজোর স্বীকৃতি কার কৃতিত্ব? তরজায় কেন্দ্র-রাজ্য Durgapuja, tussle between centre and state regarding UNESCO Recognition State vs Centre: দুর্গাপুজোর স্বীকৃতি কার কৃতিত্ব? তরজায় কেন্দ্র-রাজ্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/06/0b85e6e993f96146fa5447007f85d6e7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। সেই কৃতিত্ব নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। দুর্গাপুজোর স্বীকৃতি উদযাপনে, শুক্রবার কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক। যেখানে আমন্ত্রিতর তালিকায় অমিত শাহ থাকলেও, নেই মুখ্যমন্ত্রী। তার আগে, বৃহস্পতিবার এই ইস্যুতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়।
ইউনেস্কোর Intangible Cultural Heritage-এর তকমা পেয়েছে বাঙালির দুর্গোৎসব। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মুকুটে এই পালক যোগ হওয়ার কৃতিত্ব কার? তা নিয়েও এবার সংঘাতে কেন্দ্র এবং রাজ্য।
স্বীকৃতির উদযাপন:
দুর্গাপুজোর স্বীকৃতি-প্রাপ্তি উদযাপন করতে উদ্য়োগী কেন্দ্র। এই কারণে শুক্রবার ভিক্টোরিয়ায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কে। শুক্রবারের অনুষ্ঠানে দুই জনেরই উপস্থিত থাকার কথা। কিন্তু দুর্গাপুজোর স্বীকৃতি নিয়ে করা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
অনুষ্ঠান শুরুর একদিন আগে বৃহস্পতিবার, এই বিষয়টি বিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'ওরা তো বলত এখানে দুর্গাপুজো করতে দেওয়া হয় না। এখন অনুষ্ঠান করছে। করুক। ফটো তোলার জন্য করছে।'
কী বলছেন উদ্যোক্তারা?
দুর্গাপুজোর স্বীকৃতিপ্রাপ্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান। পশ্চিমবঙ্গে হচ্ছে অনুষ্ঠান। কিন্তু সেখানে রাজ্য সরকারের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। যা নিয়ে বিস্মিত হয়েছেন পুজো উদ্যোক্তা থেকে শিল্পী সকলেই।
ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, 'কলকাতায় দুর্গাপুজো কোনও দল বা সরকার করে না। করে পুজো উদ্যোক্তারা আর শিল্পীরা। তারাই ডাক পেল না পুজোর উৎসবে, এটা কীরকম সেলিব্রেশন।' একই কথা বলেন শিল্পী ধ্রুবজ্যোতি বসুও। তিনি বলেন, 'কলকাতায় দুর্গাপুজো কোনও দল বা সরকার করে না। পুজো উদ্যোক্তারা ডাক পেলেন না, শিল্পীরাও ডাক পেলেন না। এটা কীরকম পুজোর উৎসব?' সব মিলিয়ে দুর্গাপুজোর অনুষ্ঠান ঘিরেও সেই আমরা-ওরার অভিযোগ!
আরও পড়ুন: অমিত শাহের বঙ্গ সফরের মধ্যেই ইস্তফা ৮০ বিজেপি নেতা-কর্মীর, কটাক্ষ তৃণমূলের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)