Pakistan Earthquake : ভারতের প্রত্যাঘাতে চাপে, এরইমধ্যে ফের ভূমিকম্প, যে কোনও মুহূর্তে বড় ধাক্কা পাকিস্তানের কোন শহরে?
Pakistan Earthquake : পাকিস্তান বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে একটি। এখানে প্রায়ই ভূমিকম্প হয়।

পাকিস্তানে আবারও তীব্র ভূমিকম্প অনুভূত হল। এবার তীব্রতা ৪.৬। এর ফলে আফগানিস্তান ও তাজিকিস্তানের অনেক এলাকায় কম্পন অনুভূত হয়ে। এসময় মানুষ ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু এই ভূমিকম্পে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তানে গত কয়েকদিন ধরেই বারবার ভূমিকম্প হচ্ছে। কেন সেখানে ভূমিকম্প হচ্ছে? কী বলছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা ?
জাতীয় ভূমিকম্প কেন্দ্রের মতে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তান থেকে ৩৪ কিলোমিটার দূরে তাজিকিস্তানের এশকাশেমের পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের প্রথম আঘাতের পর একাধিক আফটার শক হওয়া অস্বাভাবিক নয়। ফের ভূমিকম্পের আশঙ্কা থেকেই যায়। এর আগে ৫ ও ১০ মে পাকিস্তানে ভূমিকম্প হয়েছিল। কিন্তু এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন পাকিস্তানে ক্রমাগত ভূমিকম্প হচ্ছে?
পাকিস্তানে বারবার কেন ভূমিকম্প আসে
পাকিস্তান বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে একটি। এখানে প্রায়ই ভূমিকম্প হয়। ইতিহাস বলছে পাকিস্তানে বেশ বিপজ্জনক হয়েছে একাধিকবার। পাকিস্তান ভূতাত্ত্বিকভাবে ইউরেশীয় ও ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। পাকিস্তানের কিছু এলাকা আছে যেখানে ভূমিকম্প বেশি হয়। এই এলাকাগুলি হল খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান, ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়া এবং গিলগিত-বালতিস্তান প্রদেশ। ইরান পর্বতের ইউরেশীয় প্লেটের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই এলাকাগুলি।
কোন জোনে আছে পাকিস্তান
পাকিস্তানে পাঁচটি ভূমিকম্পপ্রবণ জোন রয়েছে। ভূমিকম্পের ঝুঁকির তীব্রতা বিবেচনা করে পাকিস্তানকে পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে (জোন ১, ২এ, ২বি, ৩ ও ৪) ভাগ করা হয়েছে। জোন ১ সবচেয়ে কম, আর জোন ৪ সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। এই দেশ ইউরেশীয় ও ভারতীয় প্লেটের সীমান্তে অবস্থিত, তাই এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যেই পড়ে। এখানে অনেক ফল্ট লাইন রয়েছে, যার ফলে ভূমিকম্প হয়। এখানে চমন ফল্ট, চিত্রাল-হুঞ্জা ফল্ট, মকরান সাবডাকশন জোন, হিমালয়ান ফল্ট সিস্টেম আছে। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে আরও অনেক ফল্ট লাইন রয়েছে। তাই পাকিস্তান একটি সংবেদনশীল অঞ্চল।
এর আগে এপ্রিল মাসেও পাকিস্তানে ভূমিকম্প হয়েছিল। তার আগে এই বছরই কয়েকঘণ্টার ব্যবধানে কেঁপে ওঠে দুই প্রতিবেশী দেশ নেপাল ও পাকিস্তান। কম্পন অনুভূত হয় ভারত, চিন, তিব্বত সীমান্তে। রাত ২.৫১ নাগাদ নেপালে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল সিন্ধুপালচক। ভোর ৫.১৪ নাগাদ কেঁপে ওঠে পাকিস্তান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫।






















