Earthquake : দিল্লির পর ভারতে ফের ভূমিকম্প, তীব্রতা আরও বেশি
লাদাখে ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আফগানিস্তানের পর দিল্লি । তারপর ফের ভারতে আরও একটি ভূমিকম্প। সোমবারই কেঁপে উঠল লাদাখের লেহ অঞ্চল। রিখটার স্কেলে মাত্রা ৫.৭ । ন্যাশনাল এনসিএস-এর মতে, ভূমিকম্পটি সকাল ১১:৫১:১৪ মিনিটে হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭১ কিলোমিটার গভীরে। এনসিএস-এর মতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল অক্ষাংশ ৩৬.৭১ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৪.৩২ ডিগ্রি পূর্বে। এই অঞ্চলটি লেহ, লাদাখের অন্তর্গত।
ক্ষয়ক্ষতির কোনো খবর নেই
এই ভূমিকম্পের পর এখনও কোনও ক্ষতির খবর নেই। কারও প্রাণহানির খবরও মেলেনি। তবে আফটার শকের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয় প্রশাসন সতর্ক করেছে।
দিল্লিতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে
সোমবার সকালে দিল্লিতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছইল ২.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে , ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর দিল্লিতে । সোমবার সকাল ৮:৪৪ মিনিটে কেঁপে ওঠে রাজধানীর মাটি। তীব্রতা মৃদু হলেও টের পান বেশিরভাগ মানুষই। কাজে বেরনোর সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কারণ হালে একাধিকবার দিল্লিতে ভূমিকম্প হয়েছে। এবার ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের খুব কাছে, যার গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার ।
উত্তর দিল্লিতে ছিল ভূমিকম্পের কেন্দ্র
ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর দিল্লিতে। এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিশেষজ্ঞদের মতে, দিল্লি ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে সংবেদনশীল এলাকাই। উচ্চ ঝুঁকিপূর্ণ সিসমিক জোন-৪-এর অন্তর্ভুক্ত। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, ২.৮ তীব্রতার ভূমিকম্পে সাধারণত কোনও ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে না।
আফগানিস্তানেও ভূমিকম্প হয়েছে
রবিবার সন্ধ্যায় আফগানিস্তানে ৪.০ তীব্রতার একটি ভূমিকম্প হয়। এনসিএস বলছে এই ভূমিকম্পটি ১৮ জানুয়ারি রাত ৮:৩০ মিনিটে অনুভূত হয়। মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎস । এর আগে রবিবার সকালে ১৮ জানুয়ারি আফগানিস্তানে ৪.১ তীব্রতার আরও একটি ভূমিকম্প হয়েছিল। তিন দিন আগেই আফগানিস্তানে ৪.২ তীব্রতার ভূমিকম্প হয়। গত বছর থেকেই বারবার কেঁপে উঠেছে আফগানিস্তানের মাটি।
কোন ভূমিকম্পকে কোন বিভাগে রাখা হয়?
ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিখটার স্কেলে। সেই অনুযায়ী ভূমি কম্পকে চারভাগে ভাগ করা হয়৷ রিখটার স্কেলে ৪.৯ মাত্রা পর্যন্ত বলা হয় মৃদু কম্পন ৷ ৫ থেকে ৬.৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্পকে মাঝারি কম্পনের আওতায় ফেলা হয় ৷ ৭ থেকে ৭.৯ মাত্রা পর্যন্ত বলা হয় তীব্র ভূমিকম্প ৷ ৮ মাত্রার বেশি হলে বলা হয় অতি তীব্র কম্পন ৷






















