Earthquake News : আবার মায়ানমারে থরথর করে কাঁপল মাটি, ভূমিকম্প পাকিস্তানেও
শুক্রবার মায়ানমারের মান্দালয়ে একটি ৭.৭ মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে যায় দেশ। কেঁপে ওঠে তাইল্যান্ডও। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বহুতল।

মায়ানমার যেন মৃত্যুপুরী। শুক্রবারের ধ্বংসলীলার পর থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হয়েই চলেছে। আর এরই মধ্যে আবারও একবার কেঁপে উঠল মায়ানমার। আতঙ্কে ঘর ছাড়লেন মানুষ। আবারও আতঙ্কের প্রহর গুণছে সে-দেশ । মঙ্গলবার, ১ এপ্রিল, রাত ৮:৫৭ মিনিটে (আইএসটি) আবারও একবার কেঁপে ওঠে মায়ানমারে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৫। শুক্রবার মায়ানমারের মান্দালয়ে একটি ৭.৭ মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে যায় দেশ। কেঁপে ওঠে তাইল্যান্ডও। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বহুতল। সেই দিনের ঘটনায় মায়ানমারেই মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
অন্যদিকে , মায়ানমার, তাইল্যান্ডের পর মঙ্গলবার ভোর ২:৫৮ মিনিটে (ভারতীয় সময়) কেঁপে ওঠে পাকিস্তানের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology ) অনুসারে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
