এক্সপ্লোর
Advertisement
উদ্ধার ৫০-এর বেশি মমি, মিশরে খুঁজে পাওয়া গেল প্রাচীন গোরস্থান
আনানি জানিয়েছেন, আরও অসংখ্য কফিন রয়েছে এখানে যেগুলি এখনও খনন করা হয়নি। এটি একটি বড় আবিষ্কারের সূচনা বলে তিনি মনে করছেন।
কায়রো: মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী খালিদ এল আনানি জানিয়েছেন, পুরাতত্ত্ববিদরা কায়রোর দক্ষিণে একটি গোরস্থান থেকে বেশ কিছু প্রাচীন কফিন পেয়েছেন। অন্তত ৫৯টি সিল করা কফিন পাওয়া গিয়েছে, যার সিংহভাগের মধ্যে মমি রয়েছে। এই কফিনগুলি ২,৬০০ বছরেরও বেশি পুরনো, তিনটি কুয়োয় পুঁতে রাখা হয়েছিল এগুলিকে।
সাক্কারার বিখ্যাত জোসের স্টেপ পিরামিডে এক সাংবাদিক বৈঠকে আনানি জানিয়েছেন এ কথা। এখান থেকেই পাওয়া গিয়েছে কফিনগুলি। মমির কফিনকে বলা হয় সার্কোফাগি, একটি খুলে ভেতরের মমিও দেখানো হয়। বেশ কয়েকজন বিদেশি কৃটনীতিকও হাজির ছিলেন। সাক্কারা মালভূমিতে অন্তত ১১টি পিরামিড রয়েছে, এগুলিতে রয়েছে কয়েকশো প্রাচীন কবর। ২৯২০ খ্রীষ্টপূর্বাব্দ থেকে ২৭৭০ খ্রীষ্টপূর্বাব্দ আবার ৩৯৫ খ্রীষ্টাব্দ থেকে ৬৪২ খ্রীষ্টাব্দ পর্যন্ত বহু রাজারাজড়া ও আধিকারিকের মমি রয়েছে এখানে।
আনানি জানিয়েছেন, আরও অসংখ্য কফিন রয়েছে এখানে যেগুলি এখনও খনন করা হয়নি। এটি একটি বড় আবিষ্কারের সূচনা বলে তিনি মনে করছেন। গত মাসে পুরাতত্ত্ববিদরা উদ্ধার হওয়া প্রথম ১৩টি কফিনের কথা জনসমক্ষে আনেন। ৩৬ ফুট গভীর কুয়ো থেকে আবিষ্কার হয় এগুলি।
সাক্কারা হল মিশরের প্রাচীন রাজধানী মেমফিসের গোরস্থানের একটি অংশ। এখানেই রয়েছে গিজার জগৎ বিখ্যাত পিরামিড। এছাড়া আবু সার, দাহসুর ও আহু রুয়াওয়াইসের মত তুলনামূলকভাবে ছোট পিরামিডগুলিও এখানে রয়েছে। মেমফিসের ধ্বংসাবশেষকে সত্তরের দশকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement