Odisha Train Accident: এখনও হোঁচট দক্ষিণ ভারতগামী ট্রেনে! আজও বাতিল একাধিক এক্সপ্রেস
Train Cancelled: বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে, একাধিক ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে।
সুনীত হালদার, হাওড়া: করমণ্ডল-বিপর্যয়ের পর ৫ দিন কাটতে চললেও আজও পুরোপুরি স্বাভাবিক হয়নি দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচল। আজও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে, বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস, পুরী-শালিমার এক্সপ্রেস, পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস, হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল ও পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস। পাশাপাশি, শালিমার-সম্বলপুর এক্সপ্রেস ঘুরপথে ঝাড়সুগুদা দিয়ে চালানো হচ্ছে।
ফের লাইনে আপ করমণ্ডল এক্সপ্রেস:
ভয়াবহ দুর্ঘটনার ৫ দিন পর আজ থেকে ছুটবে আপ করমণ্ডল এক্সপ্রেস। শালিমার থেকে দুপুর ৩টে ২০-তে ছাড়বে। বাহানগার দুর্ঘটনাস্থল পেরোনোর সময় ধীর গতিতে ট্রেন চলবে। এর পাশাপাশি, আজ চেন্নাই থেকে শালিমার পর্যন্ত একটি ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল। আগামীকাল সকাল ১০টা ৪০-এ ট্রেনটি শালিমার পৌঁছবে।
তদন্ত চালাচ্ছে সিবিআই:
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৮। এখনও বহু মানুষ ওড়িশার (Odisha Train Accident) বিভিন্ন হাসপাতালে ভর্তি। মর্গে এখনও বেওয়ারিশ মৃতদেহের স্তূপ। ৮৩টি দেহ এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যসচিব। সেন্ট্রাল ফরেন্সিক দল ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি, সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরীর নেতৃত্বে ১০ কেন্দ্রীয় দল বালেশ্বরেই রয়েছে। আজ রেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে। ফরেন্সিক দলের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে সিবিআই।
আগেই সতর্কতা?
মাস চারেক আগে, সিগন্যালিংয়ের গুরুতর ত্রুটির কথা উল্লেখ করে, চিঠি লিখেছিলেন সাউথ ওয়েস্টার্ন রেলের, প্রিন্সিপাল চিফ অপারেটিং ম্যানেজার। তুলে ধরেছিলেন, মারাত্মক একটি ঘটনার কথা। তিনি বলেছিলেন, মহীশূর ডিভিশনে, শিবানি এবং রামাগিরি স্টেশনের মাঝে ঘটে যাওয়া একটি মারাত্মক ঘটনার কথা। কিন্তু তার পরেও যে কোনও শিক্ষা নেওয়া হয়নি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বালেশ্বর।
এর পাশাপাশি, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের (South Western Railway) প্রিন্সিপাল চিফ অপারেটিং ম্যানেজার চিঠিতে আরও বলেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং অবিলম্বে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের অন্তর্গত স্টেশনগুলির সিগন্যালিং-ব্যবস্থার ত্রুটিগুলো সংশোধন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি এও বলেন, অবিলম্বে সিগন্য়াল মেনটেন্য়ান্স সিস্টেমের ওপর যথাযথভাবে নজরদারি না করা হলে এবং ত্রুটি সংশোধন না হলে, এই ধরণের ঘটনা ফের ঘটতে পারে, যার জেরে হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?