এক্সপ্লোর
Advertisement
লকডাউন ভেঙে বাজার করতে বেরিয়েছিলেন, প্রাক্তন ক্রিকেটার রবিন সিংহের ৫০০ টাকা জরিমানা, বাজেয়াপ্ত গাড়ি
চেন্নাইয়ে ১৯জুন থেকে চালু হওয়া ১২ দিনের লকডাউনের আগে শহরের পুলিশ কমিশনার এ কে বিশ্বনাথন শহরবাসীকে আবেদন করেছিলেন, তাঁরা যেন বাড়ি থেকে ২ কিমি ব্যাসার্ধের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করেন, গাড়ি নিয়ে না বেরন।
চেন্নাই: লকডাউনের নিয়ম ভাঙায় প্রাক্তন ক্রিকেটার রবিন সিংহের ৫০০ টাকা জরিমানা। কোভিড-১৯ সংক্রমণ রোধে চালু লকডাউনের বিধি ভেঙে রাস্তায় গাড়ি নিয়ে বেরনোয় গাড়িটি বাজেয়াপ্ত করেছে চেন্নাই পুলিশ। সংবাদ সংস্থাকে জনৈক পুলিশ অফিসার বলেছেন, এই প্রাক্তন ক্রিকেটার ইস্ট কোস্ট রোড থেকে সকালে বাজার করতে বেরিয়েছিলেন। তল্লাশিতে বেরয়, তাঁর কাছে ই-পাস ছিল না বা জরুরি পরিস্থিতিতে রাস্তায় গাড়ি নিয়ে বেরনোর মতো কোনও বৈধ কারণও দেখাতে পারেননি তিনি। গাড়িটি শাস্ত্রী নগর থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
৫৬ বছর বয়সি রবিন সিংহ একটি টেস্ট, ১৩৬টি আন্তর্জাতিক একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছেন ভারতের হয়ে। ২০০১ এ অবসর নেন তিনি।
পুলিশ অফিসারটি বলেছেন, কথাবার্তার সময় অত্যন্ত ভদ্র আচরণ করেছেন তিনি। কোনও হম্বিতম্বি করেননি। লকডাউনের নিয়ম লঙ্ঘন করায় তাঁর গাড়িটি বাজেয়াপ্ত করি আমরা।
পুলিশ জানিয়েছে, নিজের বাড়ি থেকে সম্ভবত ২ কিমির বেশি দূরে গাড়িতে চলে গিয়েছিলেন তিনি। চেন্নাইয়ে ১৯জুন থেকে চালু হওয়া ১২ দিনের লকডাউনের আগে শহরের পুলিশ কমিশনার এ কে বিশ্বনাথন শহরবাসীকে আবেদন করেছিলেন, তাঁরা যেন বাড়ি থেকে ২ কিমি ব্যাসার্ধের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করেন, গাড়ি নিয়ে না বেরন। নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement