Fact Check : বাংলাদেশ সীমান্তরক্ষীর গুলিতে হত BSF-এর একাধিক জওয়ান ! ভুয়ো মেসেজ ছড়াচ্ছে ওপারে, সতর্ক থাকুন
BSF-BGB Flag Meeting: সীমান্তে বাংলাদেশের উস্কানির আবহেই গত বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল-বেনাপোল সীমান্তে BGB-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে BSF...

কলকাতা : বর্ডার গার্ড বাংলাদেশ বা BGB-র সঙ্গে দফায় দফায় ফ্ল্যাগ মিটিংয়েও কিছুতেই বন্ধ হয়নি উস্কানি। মালদার বৈষ্ণবনগরে ভারতীয় ভূখণ্ডে, কাঁটাতার লাগাতে যায় BSF...আর, তাতেও আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশের সীমান্তের নাগরিকরা। যার জেরে সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ করে দিতে বাধ্য় হয় BSF। কিন্তু সীমান্তে কাঁটাতার লাগানো হলে বাংলাদেশের আপত্তি কিসের ?
সীমান্তে বাংলাদেশের উস্কানির আবহেই গত বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল-বেনাপোল সীমান্তে BGB-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে BSF...। IG পদমর্যাদার অফিসারের নেতৃত্বে ফ্ল্যাগ মিটিং হয়। বৈঠকে সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখার পাশাপাশি দুই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা হয়। সূত্রের দাবি, কাঁটাতার দেওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তবে, BSF-এর তরফে একে রুটিন বৈঠক বলা হয়। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্য়েই, রবিবার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল ইউনূস সরকার। সোমবার, পাল্টা, দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে কড়া বার্তা দেয় বিদেশমন্ত্রক।
সামগ্রিক এই পরিস্থিতির মধ্যেই সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি পোস্ট। তাতে দাবি করা হয়েছে, "গত কয়েক দিন ধরে বাংলাদেশ-ভারত সীমান্তে সংঘটিত এক সশস্ত্র সংঘর্ষে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সীমান্তের বাংলাদেশ অংশে কর্তব্যরত বিজিবি সদস্যদের সঙ্গে বিএসএফ সদস্যদের মধ্যে এ ঘটনা ঘটে। সংঘর্ষে বাংলাদেশি এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন, এবং ভারতের ১৮ জন বিএসএফ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।" পোস্টটি দেখুন এখানে
এনিয়ে ফ্যাক্ট চেক করে India Today। তাতে উঠে আসে, ১০ ও ১২ জানুয়ারি দুই সাধারণ বাংলাদেশি জখম হন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে। তবে, BGB-র গুলিতে বিএসএফের ১৮ জন জওয়ানের নিহত হওয়ার দাবি একেবারেই মিথ্যা এবং কোনও ভিত্তি নেই।
কীভাবে সিদ্ধান্তে পৌঁছানো গেল ?
যদি এরকম কোনও ঘটনা ঘটত তাহলে তোলপাড় পড়ে যেত। দেশের অধিকাংশ সংবাদমাধ্যমে তার বিশাল কভারেজ হত। কিন্তু, সেরকম কিছু তো দেখা যায়নি। উপরন্তু, কিওয়ার্ড সার্চ করে, ভারতীয়, বাংলাদেশি বা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত কোনও প্রতিবেদন পাওয়া যায়নি। সমাজ মাধ্যমে কোনও অথেনটিক পেজ থেকে এই সংক্রান্ত কিছু শেয়ার করা হয়নি।
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে আজতক বাংলা এবং শক্তি কালেক্টিভের (Fact Check : ফ্যাক্ট চেক: বাংলাদেশের সীমান্তরক্ষীদের গুলিতে নিহত ১৮ জন BSF? না, দাবিটি ভিত্তিহীন) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
