এক্সপ্লোর
Farmers Protests LIVE UPDATES: শেষ হল কৃষক ইস্যু নিয়ে Group Of Ministers-এর বৈঠক
আরও বলা হয়েছে, রাস্তা বন্ধ হওয়ায় পথচারীরা সমস্যায় পড়েছেন, এতে করোনাও বাড়তে পারে।

Background
নয়াদিল্লি: সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিক্ষোভকারী কৃষকদের অনশন। চলবে বিকেল ৫টা পর্যন্ত। কৃষকরা জানিয়েছেন, আজ থেকে তাঁদের আন্দোলন আরও জোরদার হবে।
দিল্লি সীমানা থেকে কৃষকদের হঠানো সংক্রান্ত আবেদনের ওপর ১৬ তারিখ সুপ্রিম কোর্টে শুনানি। কেন্দ্রের তিনটি কৃষি আইনের প্রতিবাদে দিল্লির বিভিন্ন সীমানায় আন্দোলনরত কৃষকদের সরিয়ে দেওয়ার ব্যাপারে সরকারি আধিকারিকদের নির্দেশ দিতে আবেদনে বলা হয়েছে। আরও বলা হয়েছে, রাস্তা বন্ধ হওয়ায় পথচারীরা সমস্যায় পড়েছেন, এতে করোনাও বাড়তে পারে।
14:49 PM (IST) • 14 Dec 2020
৯৯ শতাংশ চাষী মোদি সরকারের পক্ষে, বললেন এই বিজেপি নেতা
বিজেপি সাধারণ সম্পাদক অরুণ সিংহ বলেছেন, দেশের ৯৯ শতাংশের বেশি চাষী মোদি সরকারের পক্ষে রয়েছেন। কংগ্রেস এই কৃষক আন্দোলনে মদত দিচ্ছে বলে তাঁর অভিযোগ। বিজেপি জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছে, এনডিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছে। অরুণ সিংহ বলেছেন, বিজেপি নেতারা এ বিয়ে কথা বলবেন, আরএলপি নেতা হনুমান বেনিওয়ালের সঙ্গে।
বিজেপি সাধারণ সম্পাদক অরুণ সিংহ বলেছেন, দেশের ৯৯ শতাংশের বেশি চাষী মোদি সরকারের পক্ষে রয়েছেন। কংগ্রেস এই কৃষক আন্দোলনে মদত দিচ্ছে বলে তাঁর অভিযোগ। বিজেপি জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছে, এনডিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছে। অরুণ সিংহ বলেছেন, বিজেপি নেতারা এ বিয়ে কথা বলবেন, আরএলপি নেতা হনুমান বেনিওয়ালের সঙ্গে।
14:43 PM (IST) • 14 Dec 2020
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















