এক্সপ্লোর
Advertisement
নারী দিবস উদযাপনের আবহেই গুরুগ্রামে মিলল কুকুরে-খাওয়া কন্যাভ্রূণ, মন্দিরে পরিত্যক্ত শিশুকন্যা
আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল এক কন্যা ভ্রূণ। যদিও উদ্ধার হতে হতে তার বেশির ভাগ অংশই চলে গিয়েছিল কুকুরের পেটে।
গুরুগ্রাম: দেশজুড়ে রবিবার সাড়ম্বরে পালন হল নারী দিবস। ফুল-কার্ড-বাহারি ই-বার্তা, শুভেচ্ছায় ভাসল নারীরা। কিন্তু প্রকৃত চিত্রটা যে একেবারেই ভিন্ন, তার প্রমাণ প্রতিদিন কন্যা সন্তান পরিত্যাগ করা ও কন্যাভ্রূণ হত্যার সংখ্যাটা। নারীদিবসের ঠিক আগেই এ ধরনের একাধিক ঘটল গুরুগ্রামে।
এখানকার বাসাই অঞ্চলে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল এক কন্যা ভ্রূণ। যদিও উদ্ধার হতে হতে তার বেশির ভাগ অংশই চলে গিয়েছিল কুকুরের পেটে। একটি ময়লা ফেলার জায়গায় কেউ বা কারা একটি কন্যাসন্তানের ভ্রূণ ফেলে রেখে যায়। গন্ধে সেখানে ভিড় জমায় রাস্তার কুকুরের দল। পথচারীরা কুকুরের চিৎকারে সন্দেহ করেই এগিয়ে যায়। তারপর দেখা যায় সেখানে পড়ে রয়েছে আধ-খাওয়া একটি ভ্রূণ।
অপর ঘটনাটি শনিবারের। হরিয়ানার মহারাজা অগ্রহ মন্দিরের মহিলাদের শৌচাগার থেকে আচমকাই ভেসে আসে একটি বাচ্চার কান্নার শব্দ। সে-সময় মন্দির পরিষ্কারের দায়িত্বে থাকা সন্দীপকুমার সেই আওয়াজ পেয়ে সেখানে যান। উদ্ধার করা হয় শিশুটিকে। পুলিশ এসে বাচ্চাটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। ভারতীয় দণ্ডবিধির অনুচ্ছেদ ৭ ও ৩১৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গত মাসেও গুরুগ্রামে এই ধরনের ঘটনা ঘটেছে। ২০১৮য় ইউনাইটেড ন্যাশনাল ফান্ডের দেওয়া তথ্য অনুসারে, নানারকম আইনি বিধিনিষেধ সত্ত্বেও কন্যভ্রূণ হত্যার সংখ্যাটা গা শিউরে ওঠার মতোই। এই প্রবণতা কমানো যাচ্ছেনা মানুষের মন থেকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement