পথেঘাটে ভিখারিদের ভিক্ষে দিলেই আপনার নামে হবে FIR! নয়া নিয়ম জারি এই রাজ্যে
শুনতে অবাক লাগলেও এমন নিয়মই জারি হতে চলেছে। প্রশাসনের তরফে করা হচ্ছে এই কাজ।
নয়া দিল্লি: রাস্তাঘাটে, ট্রেনে-বাসে ভিক্ষা করে অনেককেই জীবিকা নির্বাহ করতে দেখা যায়। মানবিকতার প্রশয়ে তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেন অনেকেই। সবসময় যে দরাজ অর্থে ভরিয়ে দেওয়া যায় তা না হলেও খুচরো পয়সা কিংবা ১০-২০ টাকা অনেকেই দিয়ে থাকে। তবে এবার মানবিকতার জায়গা থেকে এই কাজ করতে গেলেই বিপাকে পড়তে চলেছেন! রাস্তাঘাটে এমনভাবে ভিক্ষা দিলে আপনার নামেই দায়ের হতে পারে এফআইআর।
হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমন নিয়মই জারি হতে চলেছে। প্রশাসনের তরফে করা হচ্ছে এই কাজ। নতুন বছরেই জারি হবে এই নিয়ম। মধ্যপ্রদেশের জেলা প্রশাসনের তরফে জানান হয়েছে ইন্দৌরকে 'ভিখারি মুক্ত' করতেই এই কাজ করতে চলেছে সে রাজ্যের প্রশাসন। ১৬ ডিসেম্বর এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি হয়েছে।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? ইন্দৌরের ডিস্ট্রিক্ট কালেক্টর আশীষ সিং বলেন ইতিমধ্যেই ওই জেলায় ভিক্ষে দেওয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, "ভিক্ষার বিরুদ্ধে আমাদের সচেতনতা অভিযান এই মাসের শেষ পর্যন্ত (ডিসেম্বর) শহরে চলবে। যদি কোনও ব্যক্তিকে পয়লা জানুয়ারি থেকে ভিক্ষা দিতে দেখতে পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হবে।"
আরও পড়ুন, গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করেছেন পাক নাগরিকরা? রিপোর্ট দেখলে চমকাবেন!
আশীষ সিংহের কথায়, 'আমি ইন্দোরের সমস্ত বাসিন্দাদের কাছে আবেদন করছি মানুষকে ভিক্ষা দিয়ে পাপের অংশীদার না হতে।' যদিও ওয়াকিবহাল মহলের একাংশ আশীষ সিংহের এই মতাদর্শের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন।
যদিও কারণ হিসেবে ইন্দৌরের ডিস্ট্রিক্ট কালেক্টর জানিয়েছেন যে বিভিন্ন গ্যাং আছে যারা ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকে বা যারা এই কাজে জড়িত থাকে তাঁদের দিয়ে কুকর্ম করিয়ে যাচ্ছে। সে রাজ্যের প্রশাসন এমন বেশ কিছু কর্মকাণ্ড ফাঁস করেছেন ইতিমধ্যেই। ভিক্ষা করে এমন শিশুদের নেশাগ্রস্থ করে দেওয়ার মতো কাজও করানো হয় ওই ভিক্ষার টাকা দিয়ে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রক দেশের ১০টি শহরকে ভিক্ষুকমুক্ত করতে একটি পাইলট প্রকল্প শুরু করেছে, যার মধ্যে ইন্দৌরও রয়েছে, এমনটাই খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে