এক্সপ্লোর
ছিল প্রচুর দাহ্য বস্তু, ডোমজুড়ে আগুনে পুড়ে গেল পরপর ৬টি কারখানা
ডোমজুড়ের ভাসকুর বেলতলায় আজ ভোর সাড়ে চারটে নাগাদ প্রথমে একটি কারখানায় আগুন লাগে।

হাওড়া: হাওড়ার ডোমজুড়ে আগুনে পুড়ে গেল ৬টি কারখানা। তবে হতাহতের কোনও খবর নেই। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ডোমজুড়ের ভাসকুর বেলতলায় আজ ভোর সাড়ে চারটে নাগাদ প্রথমে একটি কারখানায় আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পড়ে গায়ে গায়ে লেগে থাকা বাকি ৫টি কারখানায়। স্থানীয় সূত্রে দাবি, আগুনে কয়েকটি কারখানা একেবারে ভস্মীভূত হয়েছে। দমকলের ৬টি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। কোনও কারখানায় প্লাস্টিকের সামগ্রী, কোনওটায় চানাচুর তৈরি হত বলে স্থানীয় সূত্রে খবর। সেই কারণে মজুত ছিল প্রচুর দাহ্য বস্তু। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















