(Source: ECI/ABP News/ABP Majha)
Bally halt Violence: বালি হল্টে বাস লক্ষ্য করে চলল গুলি! অভিযোগ যাত্রীদের
বালি হল্টে একটি বাস লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ যাত্রীদের।
ভাস্কর ঘোষ, হাওড়া: বালি হল্টে একটি চলন্ত বাস লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ যাত্রীদের। বাসের কাঁচ ফুঁড়ে গুলি বেরিয়ে যায় বলে দাবি যাত্রীদের। তবে পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে মেলেনি কার্তুজের খোল। ফলে ঘটনা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। আদৌ গুলি চলেছে কিনা বা অন্য কোনও কিছুর আঘাতে বাসের জানালার কাঁচ ভেঙেছে, তা এখনও জানা যায়নি। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
যাত্রী বোঝাই চলন্ত বাসের জানালা লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে! ওই বাসের যাত্রীদের অভিযোগ, একদিকের কাঁচের জানলা ভেদ করে অন্য দিকের জানালা ভেঙে বেরিয়ে যায় গুলি। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কীভাবে ঘটল ঘটনা যাত্রীরা বুঝে উঠতেই পারেননি। আচমকাই সবকিছু ঘটে যায়।
আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।ঘটনাটি ঘটে বালি থানার অন্তর্গত লালবাড়ির কাছে। আজ সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে বলে অভিযোগ।প্রায় চল্লিশজন যাত্রী নিয়ে রাজচন্দ্রপুর থেকে সল্টলেক যাচ্ছিল এস ২৩ রুটের সি ই এস টি সি বাস। দুনম্বর জাতীয় সড়কের লালবাড়ি এলাকায় হঠাৎই বাসের জানালার কাছ কিছুর আঘাতে ভেঙে যায়। বাস থামিয়ে দেন চালক।কিন্তু কেউই বুঝে উঠতে পারেননি কিভাবে এই ঘটনা ঘটল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ।তদন্ত শুরু হয়।তবে বাসের জানালার কাঁচে গুলি চালানো হয়েছে, নাকি পাথর ছোড়া হয়েছে তা নিয়ে ধন্দে পুলিশ। কারণ কার্তুজের খোল বা অন্য কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। খবর দেওয়া হয়েছে ফরেনসিক টিমকে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।যাত্রীরা নিরাপদে ফিরে গিয়েছেন।
এদিকে, হুগলির চন্ডীতলা বাসের সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন জনের,গুরুতর আহত এক। চন্ডীতলার কলাছড়ায় বাস ও মারুতি সুইফট্ গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হন ৩ জন,গুরুতর আহত একজন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,কলকাতা থেকে আরামবাগ যাচ্ছিল একটি এক্সপ্রেস বাস।আরামবাগের দিকে থেকে আসা সুইফট্ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনার অভিঘাতে সুইফট্ গাড়িটি পাশের নয়ানজুলিতে গিয়ে পরে। গাড়িতে থাকা ড্রাইভার সহ আরো দুই মহিলার মৃত্যু হয় ঘটনা স্থলেই। একজনকে গুরুতর আহত অবস্থায় চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।