এক্সপ্লোর
Advertisement
নিলামে উঠছে ডিমের আকৃতির এক নিখুঁত,দুষ্প্রাপ্য হিরে, বেস প্রাইস কত জানেন?
এই বিশেষ হিরেটি, যা নিলামে উঠতে চলেছে তার প্রসঙ্গে আলোচনার নিরিখেই বলা প্রয়োজন যে মাত্র ৭টি এই জাতীয় সাদা হিরে আছে বিশ্বে। সুতরাং এ যে বি্রল প্রজাতির হিরে তাতো বোঝাই যাচ্ছে।
নয়াদিল্লি: এক দুষ্প্রাপ্য হিরের নিলামের খবরে আপাতত তোলপাড় বিশ্বের অভিজাত মহল।আগামী মাসেই এই হিরেটি নিলামে উঠতে চলেছে। এই হিরের আকৃতি একটি ডিমের মতো। এর নিলাম মূল্য ১২-৩০ মিলিয়ন ডলার ধরা হয়েছে। ১০২.৩৯ ক্যারেটের এই হিরেটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিরে হিসেবে নিলাম হবে বলে জানা গিয়েছে। ১১৮.২৮ ক্যারেটের বৃহত্তম হিরের নিলাম হয়েছে ২০১৩ সালে। এর মূল্য উঠেছিল ৩০.৮ মিলিয়ন ডলার। যা রেকর্ড সৃষ্টি করেছিল।এবার কি সেই রেকর্ডও ভেঙে যেতে পারে? জোর জল্পনা বিশ্বের সম্পদবানদের মধ্যে।
বিশ্বের মহামূল্যবান রত্নের মধ্যে অন্যতম হিরে। বিভিন্ন সময়ে নানা রকমের দুষ্প্রাপ্য হিরের সন্ধান মিলেছে খনিতে। কয়লার খনিতে কাজ করতে করতে বিস্ময়কর সব হিরের সন্ধান পেয়েছেন খনি-শ্রমিকরা। আর সেইসব অমূল্য হিরেগুলো নিলামেও উঠেছে। বিক্রিও হয়ে গিয়েছে। অধিকাংশ হিরেই শোভা পাচ্ছে কোনও না কোনো ধনকুবেরের সংগ্রহশালায়। যিনি যে হিরেটি কিনেছেন তা তাঁর কাছে স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে। কারণ, মারাত্মক অর্থমূল্যের হিরে নিজের কাছে রাখা তো যার-তার কম্মো নয়। ধনকুবের না হলে কে আর হিরের নিলামে দর হাঁকতে উপস্থিত হবেন!আবার বিরল হিরের মালিক হওয়া কোনও বিত্তবানকে সামাজিক মান-মর্যাদায় আলাদা আসনও দিয়েছে।
এই বিশেষ হিরেটি, যা নিলামে উঠতে চলেছে তার প্রসঙ্গে আলোচনার নিরিখেই বলা প্রয়োজন যে মাত্র ৭টি এই জাতীয় সাদা হিরে আছে বিশ্বে। সুতরাং এ যে বি্রল প্রজাতির হিরে তাতো বোঝাই যাচ্ছে। এই হিরে গুলোর বৈশিষ্ট্য এগুলো সব কটাই ১০০ ক্যারেটের ওপর। নিলামের দায়িত্বে থাকা সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৫ অক্টোবর হংকংয়ে এই হিরের নিলাম হবে। সময় গুণছেন কুবেররা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
শিক্ষা
জেলার
খবর
Advertisement